প্রচলিত চাকরি না করে
শিক্ষার্থীরা চাকরি তৈরি করবে: চবি উপ-উপাচার্য
প্রকাশ : ১৫ ডিসেম্বর ২০২৪, ২০:১৬
শিক্ষার্থীরা চাকরি তৈরি করবে: চবি উপ-উপাচার্য
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রেডিশনাল কাজ না করে পরিবর্তন আনবে সমাজে এমন চাকরি তৈরি করবে বলে মন্তব্য করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) উপ-উপাচার্য (প্রশাসন) অধ্যাপক ড. মো. কামাল উদ্দিন। ক্যারিয়ার ক্লাব আয়োজিত ‘এম্পলয়াবিলিটি মাস্টারক্লাস এণ্ড স্কলারশিপ এওয়ার্ডিং’ সেরেমনি অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি।


১৫ ডিসেম্বর, রবিবার ‘ইউএনডিপি বাংলাদেশ’ এর ফিউচার ন্যাশন প্রজেক্টের অর্থায়নে বিশ্ববিদ্যালয়ের আইন অনুষদের মিলনায়তনে এটি অনুষ্ঠিত হয়।


এতে বিশেষ অতিথির বক্তব্যে উপ-উপাচার্য বলেন, পৃথিবীতে আমরা জব তৈরি না করে জব খুঁজছি। অথচ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উচিত জব তৈরি করা। তারা ডেটল বিক্রেতা হবে না বরং ডেটল উৎপাদন করবে। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা ট্রেডিশনাল কাজ করবে এটা কী করে হয়। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা তো কাজ তৈরি করবে যা পরিবর্তন আনবে সমাজে। আমাদের ক্যারিয়ার বিল্ড-আপ করার ক্ষেত্রে কলোনিয়াল চিন্তাভাবনা থেকে বের হয়ে আসতে হবে। একজন মানুষের প্রত্যেকটা জায়গায় স্কিল ডেভেলপ করতে হবে।


তিনি বলেন, পৃথিবীতে এমন কোনো পেশা নাই যে পেশাকে ছোট করে দেখতে হবে। আমার কাছে একজন দুর্নীতিপরায়ণ প্রোভিসি থেকে একজন ক্লিনার উত্তম। আজকে ক্যারিয়ার ক্লাব যে কাজটি করছে তা হলো বিশ্ববিদ্যালয় ইন্ডাস্ট্রির সাথে যুক্ত হওয়ার কাজটি করছে।


তিনি আরো বলেন, আমাদের জেনারেশনে বাবারা ভুল করলে আমরা চুপ থাকতাম কিন্তু বর্তমান জেনারেশন সেটা ধরিয়ে দেয়, এটাই জেন-জির বৈশিষ্ট্য।


এতে ‘এম্পলয়াবিলিটি মাস্টারক্লাস’ এর উপর স্পিচ রাখেন জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি বাংলাদেশের হেড অব কমিউনিকেশনস আব্দুল কাইয়ুম। তিনি শিক্ষার্থীদের মাঝে ডেভেলপমেন্ট সেক্টরে নিজের কাজের অভিজ্ঞতা শেয়ার করে গুরুত্বপূর্ণ কিছু পরামর্শ দেন। তিনি শিক্ষার্থীদের সফট স্কিল ও হার্ড স্কিলগুলো বাড়ানোর পাশাপাশি কমিউনিকেশন, নেটওয়ার্কিং পার্সোনাল ব্র্যান্ডিংয়ের উপর আলোচনা করেন।


তিনি বলেন, কমিউনিকেশন হলো সফলতার চাবিকাঠি এটি মানুষের সাথে সম্পর্ক বজায় রাখতে সহায়তা করে, দ্বন্দ্ব দূর করে লক্ষ্য অর্জনে সহায়তা করে। সব সময় নিজেকে প্রস্তুত রাখতে হবে। নেটওয়ার্কিং বিল্ড করতে হবে। ১০ বছর পর আমি কোথায় যাব তা নির্ধারণ করে আমি এখন যা করছি। তোমাদের সফট স্কিল ও হার্ড স্কিলগুলো বাড়ানোর চেষ্টা করার পাশাপাশি সময় ব্যবস্থাপনা এখন থেকে শিখতে হবে।


তিনি শিক্ষার্থীদের কাছ থেকে প্রশ্ন নেয়ার মাধ্যমে তার স্পিচ সেশন সমাপ্ত করেন।


ফিউচার ন্যাশন নিয়ে বিস্তারিত তুলে ধরেন ফিউচার ন্যাশনের ক্যাম্পাস ফ্যাসিলিটেটর সাজ্জাদ হোসেন ও রিজিওনাল ফ্যাসিলেটেটর কবির হোসেন।


বিবার্তা/মহসিন/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com