ইবিতে ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধান দাবি
প্রকাশ : ১০ ডিসেম্বর ২০২৪, ১৮:৩৮
ইবিতে ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসের সন্ধান দাবি
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) পৃথকভাবে আন্তর্জাতিক মানবাধিকার দিবস পালন করেছে শাখা ছাত্রদল ও হিউম্যান রাইটস সাপোর্ট সোসাইটি। এসময় তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ওয়ালিউল্লাহ ও মুকাদ্দাসসহ গুমের শিকার সকলের সন্ধান দাবি করেন শিক্ষক শিক্ষার্থীরা।


১০ ডিসেম্বর, মঙ্গলবার দিবসটি উপলক্ষ্যে বেলা সাড়ে ১১টায় প্রধান ফটকে মানববন্ধন করে শাখা ছাত্রদলের নেতাকর্মীরা।


এদিকে দুপুর সোয়া তিনটায় একই স্থানে মানববন্ধন করে বিশ্ববিদ্যালয়ের মানবাধিকার বিষয়ক সংগঠন হিউম্যান রাইডস সাপোর্ট সোসাইটি।


এসময় সংগঠনটির সভাপতি রাশেদুল ইসলামের সঞ্চালনায় বক্তব্য রাখেন সংগঠনটির উপদেষ্টা আল-হাদিস এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. মোস্তাফিজুর রহমান, দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. রহিম উল্লাহ, অধ্যাপক ড. ইন্দ্রিস আলী, শাখা ছাত্রশিবিরের সভাপতি আবু মুসা ও সোসাইটির সাধারণ সম্পাদক শাহ ফরিদ। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।


এসময় ঢাকা থেকে গুম হওয়া দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের ওয়ালিউল্লাহ ও আল-ফিকহ এন্ড লিগ্যাল স্টাডিজ বিভাগের শিক্ষার্থী আল মুকাদ্দাসসহ অন্য সকলের সন্ধান দাবি করেন বক্তারা।


একইসাথে গুমের সাথে জড়িতদের চিহ্নিত করে বিচার নিশ্চিতের দাবি জানান তারা। এছাড়া পরবর্তীতে যেন এমন গুমের ঘটনা না ঘটে সে বিষয়ে কার্যকর পদক্ষেপ নেয়ার দাবি জানান শিক্ষক-শিক্ষার্থীরা।


উল্লেখ্য, ২০১২ সালের ৪ ফেব্রুয়ারি রাতে ঢাকা থেকে ক্যাম্পাসে যাওয়ার পথে নবীনগর থেকে ওয়ালিউল্লাহ ও মোকাদ্দাসকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী পরিচয়ে আটক করা হয়। পরবর্তীতে তাদের গ্রেফতারের কথা অস্বীকার করেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। এরপর থেকে আর তাদের খোঁজ মেলেনি।


বিবার্তা/জায়িম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com