
বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) স্নাতক প্রথম বর্ষের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম আজ থেকে শুরু হয়েছে।
সোমবার (৯ ডিসেম্বর) সকাল ১০টায় শুরু হওয়া এই কার্যক্রম চলবে আগামী ১২ ডিসেম্বর পর্যন্ত। প্রথম দিনেই ৬৭০ জন শিক্ষার্থী ভর্তি সম্পন্ন করেছেন বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. হেলাল উদ্দীন।
ভর্তি প্রক্রিয়াকে সহজ ও ঝামেলামুক্ত করতে বিশ্ববিদ্যালয়ের বায়োইনফরমেটিকস ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষার্থীরা একটি বিশেষ অ্যাপ ‘অ্যাডমিশন রোডম্যাপ’ তৈরি করেছেন। এই অ্যাপের মাধ্যমে রক্ত পরীক্ষা, স্বাস্থ্য পরীক্ষা, অনুষদ অনুসন্ধান, হল বণ্টন, ভর্তি নিশ্চিতকরণ এবং ফি প্রদানের প্রয়োজনীয় দিকনির্দেশনা সহজেই পাওয়া যাবে। শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট থেকে এই অ্যাপটি ডাউনলোড করতে পারবেন।
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. মো আব্দুল আলীম বলেন, চার দিনব্যাপী ভর্তি কার্যক্রম অত্যন্ত সুন্দর ও সুশৃঙ্খলভাবে পরিচালিত হচ্ছে। এ বছর ৬০৩ জন মেয়ে এবং ৫১৩ জন ছেলে শিক্ষার্থী ভর্তি হবে। নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকদের সহযোগিতাপূর্ণ আচরণ ভর্তি প্রক্রিয়াটিকে আরও সহজ ও কার্যকর করে তুলেছে। এছাড়া, এ বছর বাকৃবিতে কিছু বিদেশি শিক্ষার্থীও ভর্তি হবে। তাদের ভর্তি কার্যক্রম স্থানীয় শিক্ষার্থীদের প্রক্রিয়া শেষ হওয়ার পর শুরু হবে। বিদেশি শিক্ষার্থীদের জন্য সাক্ষাৎকারসহ কিছু অতিরিক্ত আনুষ্ঠানিকতা রয়েছে। তাদের ভর্তি কার্যক্রম চলতি মাসের শেষের দিকে সম্পন্ন হবে।
বিবার্তা/আমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]