
ঢাকা কলেজে সদস্য সংগ্রহ ক্যাম্পেইন করেছে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট ঢাকা কলেজ শাখা।
মঙ্গলবার (৩ ডিসেম্বর) এ কর্মসূচি বাস্তবায়ন করেন ঢাকা কলেজ ছাত্রফ্রন্টের নেতাকর্মীরা।
জানা গেছে, আগামী জানুয়ারি মাস পর্যন্ত দেশব্যাপী সদস্য সংগ্রহ ক্যাম্পেইন পরিচালনা করবে সমাজতান্ত্রিক ছাত্রফ্রন্ট। এরই লক্ষ্যে এ কর্মসূচি পালন করা হয় ঢাকা কলেজে।
এসময় শিক্ষা-সংস্কৃতি ও মনুষ্যত্ব রক্ষার অঙ্গিকার নিয়ে, সন্ত্রাস ও দখলদারিত্ব নির্ভর ছাত্র রাজনীতির বিপরীতে ছাত্র রাজনীতির আদর্শবাদী ও বিপ্লবী ধারাকে শক্তিশালী করার আহ্বান জানান ঢাকা কলেজ শাখার সভাপতি নাহিয়ান রেহমান রাহাত।
বিবার্তা/সাখওয়াত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]