বেরোবিতে
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ
প্রকাশ : ০৩ ডিসেম্বর ২০২৪, ১৩:১২
ভারতের আগরতলায় বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে বিক্ষোভ
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতের আগরতলায় অবস্থিত বাংলাদেশ উপ-হাইকমিশনে হামলার প্রতিবাদে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে (বেরোবি) বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।


সোমবার (২ ডিসেম্বর) রাত সাড়ে ৯টায় বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে তিন শতাধিক শিক্ষার্থী জড়ো হয়ে বিক্ষোভে অংশ নেন। এ সময় তারা বিভিন্ন স্লোগান দেন, "তোমার দেশ আমার দেশ, বাংলাদেশ বাংলাদেশ!", "ইনকিলাব জিন্দাবাদ!", "উগ্রবাদের ঠাঁই নাই!", "মমতার দুই গালে জুতা মারো তালে তালে!", "মোদীর দুই গালে জুতা মারো তালে তালে!", "বর্ডার ভেঙে আগ্রাসন সইবে নারে জনগণ!", "উগ্রবাদের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও!" এবং "ঢাকা না দিল্লি? ঢাকা ঢাকা!"


এসময় শিক্ষার্থীরা তাদের প্রতিবাদের মাধ্যমে ভারতের আক্রমণের বিরুদ্ধে সরব হয়ে বলেন, "বাংলাদেশে ভারতীয় আগ্রাসন চালালে তারা নিজেদের আয়তন হারাতে বাধ্য হবে।"


বিক্ষোভের নেতৃত্বে থাকা বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক রহমত আলী বলেন, "বাংলাদেশের উপর ভারতীয় আগ্রাসন চালালে পৃথিবীর মানচিত্র থেকে সেভেন সিস্টারসকে বিচ্ছিন্ন করে দেবো। তারা ভুলে গেছে এই ভূমি ক্ষুদিরামের, আবু সাঈদের, মুগ্ধের এবং আবরার ফাহাদের। শহীদ হওয়ার মাধ্যমে প্রতিটি ঘরে আবরার ফাহাদের জন্ম হয়েছে। ভারত যদি তাদের আগ্রাসন বন্ধ না করে, তাহলে বাংলাদেশের জনগণ উপযুক্ত জবাব দিবে।"


ভারতকে উদ্দেশ্য করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মামুন বলেন, "তারা নিজেদের দেশে মসজিদ ভেঙে মন্দির তৈরি করছে, আর আমাদের সম্প্রীতির গল্প শোনাচ্ছে। আগে নিজেদের দেশে মুসলিম নিধন বন্ধ করতে হবে। ভারত যদি বাংলাদেশে আগ্রাসন চালায়, তাদের যে আয়তন, সেটা তারা হারাতে বসবে। ভারতকে তাদের রাষ্ট্রনীতি সঠিকভাবে পুনর্বিন্যাস করতে হবে। এরপরই তাদের পররাষ্ট্রনীতি নিয়ে ভাবতে হবে। আমরা রাজপথে আছি, রাজপথে থাকবো এবং ভারতীয় আগ্রাসন প্রতিরোধ করবো।"


ফ্যাসিস্ট সরকারের দুর্বল পররাষ্ট্রনীতির কথা তুলে ধরে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রাকিব বলেন, "বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মাধ্যমে আমরা নতুন এক বাংলাদেশ পেয়েছি। পূর্বে ফ্যাসিস্ট সরকারের আমলে দুর্বল পররাষ্ট্রনীতি ছিল, কিন্তু আমরা বর্তমান সরকারের কাছ থেকে শক্তিশালী পররাষ্ট্রনীতি চাই। প্রয়োজনে ষোলো কোটি মানুষ সরকারকে সহায়তা করবে।"


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com