
‘ছুটে চলা ফাউন্ডেশন’ তিতুমীর কলেজ শাখার আগামী ৬ মাসের জন্য আহ্বায়ক কমিটি প্রকাশ করা হয়েছে। এতে নব নির্বাচিত আহ্বায়ক হিসেবে একাউন্টটিং ডিপার্টমেন্টের ২০১৮-১৯ সেশনের এম.এম. সবুজ মাদবর এবং সদস্য সচিব হিসেবে ২০২০-২১ সেশনের ইতিহাস ডিপার্টমেন্টের রাশিকুল ইসলাম রাসেল মনোনিত হয়েছেন।
২ ডিসেম্বর, সোমবার সংগঠনটির কেন্দ্রীয় সভাপতি আব্দুল্লাহ আল ইসমাইল, সাধারণ সম্পাদক অমি এবং উপদেষ্টা মণ্ডলীর সদস্যগণ এ কমিটি প্রকাশ করেন।
‘ছুটে চলা ফাউন্ডেশন’ একটি সামাজিক সংগঠন এবং অরাজনৈতিক প্লাটফর্ম। এই সংগঠন যাত্রা শুরু ২৯ শে নভেম্বর ২০২২ সালে। এই সংগঠনটির মূল উদ্দেশ্য হচ্ছে অসহায়, এতিম ও দুস্থ মানুষদেরকে আর্থিক এবং মানবিক সেবা করা।
আহ্বায়ক হিসেবে মনোনিত এম.এম. সবুজ মাদবর তার বক্তব্যে বলেন, এই সংগঠনের মাধ্যমে এতিম, অসহায়, দুস্থ, গরীব মেহনতী মানুষের জন্য কাজ করে যেতে চাই। মানব সেবায় আত্মতৃপ্তি পাই। আমি ব্যাক্তিগতভাবে যতোটুকু সম্ভব মানব সেবায় নিজেকে নিয়োজিত রাখি এবং ভবিষ্যতে আরো বেশি কাজ করে যেতে চাই। আমি এবং আমরা নবনির্বাচিত সকল সদস্যদেরকে নিয়ে কাঁধে কাঁধ মিলিয়ে মানুষের জন্য কাজ করে যেতে চাই।
বিবার্তা/এনএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]