
ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) জুলাইয়ের গণঅভ্যুত্থান অবলম্বনে মঞ্চনাটক ‘লাল জুলাই’ মঞ্চস্থ হয়েছে।
রবিবার (১ ডিসেম্বর) সন্ধ্যায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে গণঅভ্যুত্থান শীর্ষক ‘স্মৃতি লিখন প্রতিযোগিতা’র পুরস্কার বিতরণী ও সাংস্কৃতিক সন্ধ্যায় এ নাটক মঞ্চস্থ হয়। সিন্দাবাদ সাহিত্য সংসদের এ অনুষ্ঠানের আয়োজন করে।
সিন্দাবাদ সাহিত্য সংসদের চেয়ারম্যান এইচ এম আবু মুসার সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
সংগঠনটির পরিচালক আহসানুল কবির তানিমের সঞ্চালনায় এসময় উপস্থিত ছিলেন ধর্মতত্ত্ব অনুষদের ডিন অধ্যাপক ড. আ.ব.ম ছিদ্দিকুর রহমান আশ্রাফী, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. জাহাঙ্গীর আলম, প্রক্টর অধ্যাপক ড. শাহিনুজ্জামান, ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম, প্রভোস্ট কাউন্সিল সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদ ও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক এস এম সুইটসহ বিভিন্ন বিভাগের শিক্ষক ও শিক্ষার্থীরা।
অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশনা করেন জনপ্রিয় শিল্পী মশিউর রহমান, ওবায়দুলাল্লাহ তারেক ও আবু তৈয়ব মিসবাহসহ ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক জোটের শিল্পীরা।
এসময় ছাত্র জনতার জুলাই গণঅভ্যুত্থান শীর্ষক স্মৃতি লিখন প্রতিযোগিতায় বিজয়ী দশ জনকে পুরস্কার প্রদান করা হয়। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী তারেক তাশাতের রচনা ও পরিচালনায় ‘লাল জুলাই’ নাটক পরিবেশন করেন ব্যতিক্রম সাহিত্য ও সাংস্কৃতিক জোটের শিল্পীরা।
বিবার্তা/জায়িম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]