
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে জুলাই মাসে শহিদ ও আহতদের স্মরণে স্মরণীয় ও সংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
১ ডিসেম্বর, রবিবার বিশ্ববিদ্যালয়ের স্বাধীনতা স্মারক মাঠে অনুষ্ঠিত এই আয়োজনে পবিত্র কুরআন তেলাওয়াত এবং গীতা পাঠের মাধ্যমে অনুষ্ঠানের শুরু হয়।
বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী সভাপতিত্বে স্মরণসভায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক নিয়াজ আহমদ খান প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
তিনি তার বক্তব্যে বলেন, “আন্দোলন এবং সংগ্রামের মাধ্যমে স্বাধীনতা অর্জন একটি বিরল ঘটনা। ছাত্রছাত্রীদের এবং সাধারণ জনগণের সম্মিলিত অংশগ্রহণ স্বাধীনতাকে সম্ভব করে তোলে।”
অধ্যাপক নিয়াজ আহমদ খান আরও বলেন, “ঢাকা বিশ্ববিদ্যালয়ের মতো প্রতিষ্ঠানের পাশাপাশি বেরোবির মতো প্রতিষ্ঠানের সঙ্গে বন্ধুত্ব আমাদের সম্পর্ককে আরও শক্তিশালী করবে। যারা সমাজের অনিয়মের বিরুদ্ধে প্রতিবাদ জানায়, তাদের সঙ্গে আমাদের বন্ধুত্ব গভীর হতে হবে।”
মুখ্য আলোচক হিসেবে বক্তব্য রাখেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক এবং সমাজ ও রাজনীতি বিশ্লেষক ড. আব্দুল্লাহ আল মামুন। তিনি বলেন, “দেশের সাধারণ মানুষের ভাগ্যের উন্নয়ন না হওয়ায় সামাজিক বৈষম্য বেড়েছে। বিশেষ করে রংপুর বিভাগ এই বৈষম্যের শিকার। তিনি শিক্ষার্থীদের সতর্ক করে বলেন, দেশবিরোধী ষড়যন্ত্রের পাঁকে পা না দিতে।”
ড. আব্দুল্লাহ আল মামুন আরও বলেন, “যে কোন সংস্কারের আগে জুলাই বিপ্লবে শহীদদের পরিবারকে পুনর্বাসন করা জরুরি। আমরা সরকারের কাছে তাদের অধিকার আদায়ের জন্য দাবি জানাব।”
স্মরণসভার সভাপতির বক্তব্যে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী বলেন, “জুলাই বিপ্লবে নিহতদের পরিবারকে পুনর্বাসন এবং তাদের পরিবারের জন্য সরকারিভাবে সহায়তা প্রাপ্তির জন্য উদ্যোগ নেওয়া হবে। বিশ্ববিদ্যালয়ে শহীদদের স্মৃতি সংরক্ষণে একটি স্মৃতি কর্ণার স্থাপন করা হবে।”
এছাড়া, শহীদ ও আহতদের স্মরণে আয়োজিত এই সভায় বক্তৃতা করেন শহীদদের স্বজন এবং বেরোবির আহত শিক্ষার্থীরা। স্মরণসভা শেষে রাতে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়।
বিশ্ববিদ্যালয়ের স্মরণীয় এই অনুষ্ঠানের অংশ হিসেবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. নিয়াজ আহমদ খান ক্যাম্পাসে একটি গাছের চারা রোপণ করেন। এর আগে, তিনি পীরগঞ্জ উপজেলার বাবনপুর গ্রামে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত করেন।
এই স্মরণসভা এবং অনুষ্ঠানটি বেরোবি কমিউনিটির জন্য এক আবেগপূর্ণ মুহূর্ত হিসেবে ইতিহাসে স্থান করে নিল।
বিবার্তা/সোলাইমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]