ঢাবিতে প্রথমবারের মতো শাটল বাস সার্ভিস চালু
প্রকাশ : ২৮ নভেম্বর ২০২৪, ১৯:৩৬
ঢাবিতে প্রথমবারের মতো শাটল বাস সার্ভিস চালু
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো ক্যাম্পাসে চালু হয়েছে শাটল বাস সার্ভিস।


বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বিকালে বিশ্ববিদ্যালয়ের নওয়াব আলী চৌধুরী সিনেট ভবনের সম্মুখে প্রকল্পটি উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নিয়াজ আহমেদ খান।


প্রকল্পটি উদ্বোধনকালে উপাচার্য বলেন, এটা একটা ছোট ইতিবাচক পদক্ষেপ। আমাদের সীমিত সামর্থ্যে এর চেয়ে বেশি কিছু করার সামর্থ্য ছিল না। এর পেছনে প্রতিদিন ৯ হাজার টাকা খরচ হবে। সবাইকে মিলে আমরা একটা যাত্রা শুরু করলাম। আমরা সবার কাছে সহযোগিতা কামনা করছি।


উপ-উপাচার্য অধ্যাপক ড. সায়মা হক বিদিশা বলেন, প্রশাসনের দিক থেকে আমাদের অনেক সীমাবদ্ধতা আছে। আমরা চেষ্টা করছি ছেলেমেয়েদের যে দাবি-দাওয়াগুলো আছে সেগুলো পূরণ করার। ভবিষ্যতে আমরা এ ধারা অব্যাহত রাখব।


এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন প্রক্টর ড. সাইফুদ্দিন আহমেদ খান, রেজিস্ট্রার মুনসি শামস উদ্দিন আহম্মদ, প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আব্দুল্লাহ আল মামুন প্রমুখ।


উল্লেখ্য, পরীক্ষামূলকভাবে আগামী তিন মাস এ সার্ভিস চালু থাকবে। তিনটি রুটে তিনটি নন-এসি মিনিবাস চক্রাকারে ক্যাম্পাসে চলবে। বাসগুলো সকাল ৭টা থেকে রাত ৯টা পর্যন্ত চালু থাকবে।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com