ইবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৮:২৮
ইবিতে ইসকন নিষিদ্ধের দাবিতে ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদ ও ইসকন নিষিদ্ধের দাবিতে ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) শাখা ছাত্রশিবিরের উদ্যোগে বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে। এতে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, জমিয়তে তলাবায়ে আরাবিয়া, ইসলামী ছাত্র আন্দোলন ও সাধারণ শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন।


২৭ নভেম্বর, বুধবার বিকেল ৩টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে মিছিল শুরু হয়। মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে পার্শ্ববর্তী শেখপাড়া বাজার প্রদক্ষিণ করে প্রধান ফটকে প্রতিবাদ সমাবেশে মিলিত হয়।


এসময় আইনজীবী সাইফুলের হত্যাকারীদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান আন্দোলনকারীরা। একইসাথে সন্ত্রাসী সংগঠন উল্লেখ করে ইসকনকে নিষিদ্ধের দাবি জানানো হয়।


সমাবেশে শাখা শিবিরের সাধারণ সম্পাদক মাহমুদুল হাসানের সঞ্চালনায় উপস্থিত ছিলেন শিবির সভাপতি এইচ এম আবু মুসা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ইবির সমন্বয়ক এস এম সুইট, জমিয়তে তালাবায়ে আরাবিয়ার ইবি শাখার সাধারণ সম্পাদক সাজ্জাতুল্লাহ শেখ ও ইসলামী ছাত্র আন্দোলনের ইবি শাখার সাধারণ সম্পাদক ইসমাইল হোসেন রাহাতসহ বিভিন্ন নেতাকর্মী ও সাধারণ শিক্ষার্থীরা।


এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের ইবি শাখার প্রধান সমন্বয়ক এস এম সুইট বলেন, ভারত সন্ত্রাসী সংগঠন ইসকনকে লেলিয়ে দিয়ে বাংলাদশে অস্থিতিশীল পরিবেশ সৃষ্টির চক্রান্ত করে যাচ্ছে। তারই অংশ হিসেবে চট্টগ্রামে তারা একজন আইনজীবীকে হত্যা করে। আমরা সবাইকে স্মরণ করিয়ে দিতে চাই, আমাদের জুলাই আন্দোলন এখনো শেষ হয়নি। সম্প্রীতি বজায় রেখে শেখ হাসিনা ও তাদের দোসরদের সৃষ্টি করা নৈরাজ্যের বিরুদ্ধে আমরা ঐক্যবদ্ধভাবে প্রতিবাদ করে যাবো।


ছাত্রশিবিরের ইবি সভাপতি আবু মুসা বলেন, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের মধ্যদিয়ে স্বৈরাচার হাসিনাকে উৎখাত করলে তাদের ষড়যন্ত্র এখনো মুছে যায়নি। বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতিতে বিশ্বের মধ্যে একটি দৃষ্টান্ত। আমরা হিন্দুদের মন্দির রক্ষার জন্য পাহারা দিয়েছিলাম। কিন্তু আওয়ামী লীগকে ইসকন এই সম্প্রীতি বিনষ্টকারী কার্যক্রম চালিয়ে যাচ্ছে। ইসকন কোন ধর্মীয় সংগঠন নয় বরং ভারতের মদদপুষ্ট সন্ত্রাসী সংগঠন। তাই এই সংগঠনকে নিষিদ্ধ করতে হবে।


উল্লেখ্য, এর আগে মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একই দাবিতে বিক্ষোভ মিছিল করেন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বিবার্তা/জায়িম/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com