আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন, গায়েবানা জানাজা
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৭:০৭
আইনজীবী হত্যার প্রতিবাদে চবিতে মানববন্ধন, গায়েবানা জানাজা
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম কোর্টের আইনজীবী সাইফুল ইসলাম আলিফ হত্যার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) নিপীড়ন বিরোধী শিক্ষক ঐক্য। পাশাপাশি গায়েবানা জানাজার আয়োজন করে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।


বুধবার (২৭ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার প্রাঙ্গণে মানববন্ধন ও জিরো পয়েন্ট মসজিদে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়।


মানবন্ধনে বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ড. মোঃ এনায়েত উল্যা পাটওয়ারী বলেন, দেশের মধ্যে একটি অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টির জন্য একটি মহল ও বিদেশি একটি চক্র বারবার চেষ্টা করছে। এদেশের মানুষ আপনাদের নিরাপত্তা দিচ্ছেন, মন্দির পাহারা দিচ্ছেন এটাকে আপনারা দুর্বলতা ভাববেন না। একজন আইনজীবী কে কেন কুপিয়ে হত্যা করা হবে? তাকে কুপিয়ে হত্যা করা মানেই দেশের বিরুদ্ধে ষড়যন্ত্র। সাম্প্রদায়িক সম্প্রীতির একটি দেশ গড়তে চাইলে তাদেরকে আইনের আওতায় নিয়ে আসতে হবে। তাদের বিরুদ্ধে আইনগতভাবে যেটি দরকার সেটিই করুন।


যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. শহিদুল হক বলেন, দেশ এবং জাতি একটি ক্রান্তিলগ্ন পার করছে। শুধু সাইফুল ইসলাম নয় আমরা দেখেছি তারা সংখ্যালঘু টার্মে কিছুদিন আগে সেনাবাহিনীর উপর আক্রমণ করেছে, মঙ্গলবার (২৬ নভেম্বর) মসজিদে আক্রমণ করেছে। এটার মাধ্যমে আপনারা এটাই বুঝালেন যে আপনারা সংখ্যালঘু না বরং ক্ষমতার ব্যবহার করছেন। আপনারা বহিঃশক্তির প্রভাব কাটিয়ে যা করেছেন তা আর চলবে না।


তিনি আরও বলেন, ইসকন এত টাকা কোথায় পেল তা আমাদের খতিয়ে দেখতে হবে। কয়েকটি কার্যক্রমের মাধ্যমে তারা রাষ্ট্রদ্রোহিতার পরিচয় দিয়েছে। এ দেশের সার্বভৌমত্বের ক্ষতি করতে চাইলে আমরা মেনে নিব না। রিপাবলিক বাংলা আমাদের দেশ নিয়ে যে পাঁয়তারা করছে এ বিষয়ে সরকারকে কাজ করার আহ্বান জানাচ্ছি।


জীববিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আতিয়ার রহমান বলেন, বিশ্ববিদ্যালয়ের কিছু শিক্ষকরাও একই ধরনের কাজ করছেন। তাদেরকে চিহ্নিত করে আইনের আওতায় আনা হোক। সরকারের নমনীয়তা আজকের এ পর্যায়ে নিয়ে এসেছে। আমরা চাই আজকেই তাদের মাথা অবনত করার ব্যবস্থা করা হোক। ওদেরকে বাংলাদেশ থেকে সম্পূর্ণভাবে নিষিদ্ধ করা হোক। সাইফুল ইসলামকে যেভাবে হত্যা করা হয়েছে তা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। তার দ্রুত বিচার চাই।


সহযোগী অধ্যাপক মোহাম্মদ মোজাম্মেল হক বলেন, আপনারা সাম্প্রদায়িক উসকানি দিবেন না। আপনাদের পাতানো ফাঁদে আমরা পা দিব না। আপনারা যে স্পর্ধা দেখিয়েছেন আমরা চাইব সেই স্পর্ধার একটা বিচার ও শাস্তি হোক।


এদিকে বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় শিক্ষার্থীদের উদ্যোগে গায়েবানা জানাজা অনুষ্ঠিত হয়। জানাজায় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক আব্দুর রহিম ও বাংলাদেশ ইসলামী ছাত্র মজলিসের চবি শাখা সভাপতি সাকিব মাহমুদ রুমি সংক্ষিপ্ত বক্তব্য রাখেন। জানাজা পড়ান যোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. শহিদুল হক।


বিবার্তা/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com