চবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের উপর সেমিনার
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:৩৬
চবিতে কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের উপর সেমিনার
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কৃষি গবেষণা ইনস্টিটিউটের উদ্যোগে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে (চবি) কৃষি যন্ত্রপাতি প্রতিভা অন্বেষণের উপর সেমিনার ও কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলা অনুষ্ঠিত হয়েছে।


বুধবার (২৭ নভেম্বর) চবি ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সহযোগিতায় বিশ্ববিদ্যালয়ের সমাজবিজ্ঞান অনুষদ মিলনায়তনে এই সেমিনার আয়োজন করা হয়।


এতে মূল প্রবন্ধ উপস্থাপন করেন বারির এফএমডি প্রকল্পের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ও এফএমপিই বিভাগ ও প্রকল্প পরিচালক ড. মো. নূরুল আমিন। প্রবন্ধে তিনি এফএমপিই প্রকল্পের অনেকগুলো উদ্ভাবন ও তার কার্যাবলী দেখান। তিনি বলেন, এ পর্যন্ত ১৭টি বিশ্ববিদ্যালয়ে প্রকল্প উপস্থাপন করেছে এফএমপিই বিভাগ।


প্রধান অতিথির বক্তব্যে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ ইয়াহ্ইয়া আখতার বলেন, শুধু বিসিএস এর পেছনে ছুটবেন না। মৌলিক কাজ করুন। কর্মকর্তা-কর্মচারী হওয়ার চাইতে উদ্যোক্তা হওয়ার মধ্যে আলাদা আনন্দ আছে। বারি অল্প দামে যেসব যন্ত্র উদ্ভাবন করেছে তা প্রশংসনীয়। তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।


তিনি শিক্ষার্থীদের বলেন, আমাদের ২৩শ একরের বিশাল ক্যাম্পাস আমাদের অনেক জমি আছে। আমরা সেগুলো স্থানীয়দের কাছে লিজ দিই, তোমরা সেগুলো লিজ নিয়ে ব্যবহার করতে পারো। মনে রাখতে হবে আমাদের জমি বাড়ছে না, জনসংখ্যা বাড়ছে। তাই অল্প জমিতে বারির এসব উন্নত যন্ত্রপাতির মাধ্যমে অধিক উৎপাদন সম্ভব।


হাটহাজারির আঞ্চলিক কৃষি গবেষণা কেন্দ্রের মুখ্য বৈজ্ঞানিক কর্মকর্তা ড. মো. সহিদুল ইসলাম খান বলেন, বাংলাদেশ কৃষি গবেষণা ইনস্টিটিউটের মাধ্যমে অনেক কৃষি প্রযুক্তি আবিষ্কৃত হয়েছে। এর মাধ্যমে ভবিষ্যৎ প্রজন্ম কৃষিক্ষেত্রে আকৃষ্ট হবে। লাভজনক ব্যবসা হিসেবে তারা এটিকে গ্রহণ করবে। শিক্ষার্থীরা এ বিষয়ে গবেষণা করতে চাইলে আমরা সর্বতোভাবে সহযোগিতা করবো।


সেমিনারে ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের সভাপতি মোহাম্মদ সোহাইবের সভাপতিত্বে সেমিনারে আলোচক হিসেবে আরও বক্তব্য রাখেন, চবির ইনস্টিটিউট অব ফরেস্টি এন্ড এনভায়রনমেন্টাল সায়েন্সের পরিচালক অধ্যাপক ড. খালেদ মিজবাহুজ্জামান, ডেভেলপমেন্ট স্টাডিজ বিভাগের প্রভাষক গোলাম সারওয়ার।


উল্লেখ্য, সেমিনার শেষে কৃষি যন্ত্রপাতি প্রদর্শনী মেলায় শিক্ষার্থীদের বিভিন্ন কৃষি যন্ত্রপাতি দেখানো হয়।


বিবার্তা/মহসিন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com