কুবি প্রেসক্লাবের সভাপতি রিফাত, সম্পাদক জাভেদ
প্রকাশ : ২৭ নভেম্বর ২০২৪, ১৫:১৩
কুবি প্রেসক্লাবের সভাপতি রিফাত, সম্পাদক জাভেদ
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) অধ্যয়নরত সাংবাদিকদের সংগঠন কুমিল্লা বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের ৯ সদস্যবিশিষ্ট নতুন কার্যনির্বাহী কমিটি ঘোষণা করা হয়েছে।


এতে সভাপতি হয়েছেন চ্যানেল২৪ ও বাংলা ট্রিবিউনের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি ইমতিয়াজ হাসান রিফাত এবং সাধারণ সম্পাদক হয়েছেন দৈনিক প্রতিদিনের বাংলাদেশের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি জাভেদ রায়হান।


২৭ নভেম্বর, বুধবার সংগঠনের উপদেষ্টা ও প্রতিষ্ঠাকালীন আহ্বায়ক শতাব্দী জুবায়ের ও সদস্য সচিব নাহিদ ইকবাল এবং সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান ও সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদ স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তি থেকে বিষয়টি জানা যায়।


সংগঠনের সদ্য সাবেক সাধারণ সম্পাদক কাতিব হাসান মুরাদের সঞ্চালনায় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল এই নবগঠিত কমিটি ঘোষণা করেন।


কমিটিতে আরো আছেন সহ-সভাপতি হিসেবে রাইজিং বিডির বিশ্ববিদ্যালয় প্রতিনিধি এমদাদুল হক, যুগ্ম সাধারণ সম্পাদক হিসেবে দৈনিক আমাদের সময়ের অনন মজুমদার, অর্থ সম্পাদক হিসেবে দৈনিক সকালের সময়ের তামিম মিয়া, দপ্তর সম্পাদক হিসেবে দৈনিক আজকের পত্রিকার আতিকুর রহমান তনয়, তথ্য ও পাঠাগার বিষয়ক সম্পাদক হিসেবে দৈনিক স্বদেশ বিচিত্রার ফাতেমা রহিম রিন্স।


এছাড়া কার্যনির্বাহী সদস্য হিসেবে আছেন দৈনিক বর্তমানের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মারিয়াম আক্তার শিল্পী ও বার্তা বাজারের মো. আব্দুল্লাহ।


এসময় বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য অধ্যাপক ড. মাসুদা কামাল বলেন, ‘একটি সমাজে যে তিনটি সূচক গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে তা হলো শিক্ষক, সাংবাদিক এবং প্রযুক্তি। শিক্ষকরা ছাত্রদের ইনফরমেশন দেয় আর সাংবাদিকরা দেয় সমাজকে। সত্যের সঙ্গে মিথ্যার মিশ্রণ হচ্ছে কিনা বা সত্য আড়াল হচ্ছে কিনা এটা খেয়াল রাখতে হবে সাংবাদিকদের। সাংবাদিকরা একটি রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ। তাই সাংবাদিকদের উচিত নৈতিকতার বিষয়গুলোকে গুরুত্ব দিয়ে সংবাদ প্রকাশ করা।’


সমাপনী বক্তব্যে বিশ্ববিদ্যালয় প্রেস ক্লাবের সদ্য সাবেক সভাপতি ইকবাল হাসান বলেন, ‘নতুন যারা কমিটিতে এসেছে তাদেরকে অভিনন্দন। আমাদের যারা ভরসা করে দায়িত্ব দিয়ে গিয়েছিল, আমরা চেষ্টা করেছি আমাদের দায়িত্ব পালন করার। আপনাদেরকে আমরা দায়িত্ব দিয়ে গেলাম, আপনার সেই ভরসাটুকু রাখবেন বলে বিশ্বাস রাখি।’


তিনি আরো বলেন, ‘সাংবাদিকদের যৌক্তিক প্রশ্ন করার দক্ষতা অর্জন করতে হবে। তার জন্য তাদের পড়াশোনা করতে হবে এবং সাংবাদিকতার জ্ঞান অর্জন করতে হবে। নতুন দায়িত্বপ্রাপ্তরা প্রচুর পড়াশোনার সাথে প্রচুর প্রশ্ন করা অব্যাহত রাখুন।’


এছাড়া নতুন কমিটি ঘোষণা ও দায়িত্ব হস্তান্তর অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, রসায়ন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দুর রহমান, ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ড. এন এম শরীফুল করিম, অর্থনীতি বিভাগের অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মুহাম্মদ সোহরাব উদ্দীন, বিজ্ঞান অনুষদের ডিন ড. প্রদীপ দেবনাথ, আইন বিভাগের বিভাগীয় প্রধান মু. আলী মুর্শেদ কাজেম সহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সংগঠনের সদস্য ও কুমিল্লা জেলায় কর্মরত বিভিন্ন জাতীয় ও স্থানীয় পত্রিকায়, টেলিভিশনে কর্মরত সাংবাদিকরা।


বিবার্তা/প্রসেনজিত/এনএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com