ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি চবি শিক্ষার্থীদের
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৫৮
ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে নিষিদ্ধের দাবি চবি শিক্ষার্থীদের
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের আদালত প্রাঙ্গণে আইনজীবী হত্যার প্রতিবাদে ইসকনকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা করে নিষিদ্ধের দাবি জানিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শিক্ষার্থীরা। পাশাপাশি হত্যাকারীদের ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনার আল্টিমেটাম দেন তারা।


মঙ্গলবার (২৬ নভেম্বর) সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের জিরো পয়েন্ট এলাকায় বিক্ষোভ সমাবেশে এ দাবি জানায় তারা।


সমাবেশে হাবিবুল্লাহ খালেদ তার বক্তব্যে বলেন, ৫ই আগস্টের আগ পর্যন্ত আমরা সব ধর্মের মানুষ মিলে দেশ স্বাধীন করেছি। কিন্তু আজকে চট্টগ্রাম কোর্টে প্রকাশ্য দিবালোকে যা হয়েছে (মানুষ হত্যা) তা কোনো ধর্মের ধার্মিক মানুষ করতে পারে না। তারা নিঃসন্দেহে সন্ত্রাসী।


তিনি আরও বলেন, যাকে গ্রেফতার নিয়ে এই কর্মকাণ্ড ঘটানো হয়েছে, সে চিন্ময় কুমার আসলে কে সে! ৫ তারিখের পর থেকে তার বক্তব্য ছিল আওয়ামী পুনর্বাসনের বক্তব্য। সে তার বক্তব্যে বলেছে হাসিনা এবং শেখ মুজিবের জন্যই ইসকন প্রতিষ্ঠা করেছে। আমরা দাবি জানাচ্ছি ইসকনকে সন্ত্রাসী সংগঠন হিসেবে ঘোষণা দিতে হবে এবং যারা হামলা করেছে তাদেরকে ২৪ ঘণ্টার মধ্যে আইনের আওতায় আনতে হবে।


এসময় সাব্বির হোসাইন রিহাদ বলেন, পরাজিত ফ্যাসিস্ট এখনও আমাদের সাথে শত্রুতার নীল নকশা তৈরি করছে। তারা দফায় দফায় সাম্প্রদায়িক দাঙ্গা লাগাতে চেয়েছে। তারা আজ আবারও চট্টগ্রামে আইনজীবী সাইফুল ইসলামকে হত্যা করে সাম্প্রদায়িক দাঙ্গা সৃষ্টির চেষ্টা করেছে। আমরা প্রশাসনের কাছে চবি ক্যাম্পাস থেকে এর সুষ্ঠু বিচারের দাবি জানাচ্ছি।


বিক্ষোভ সমাবেশে শিক্ষার্থীরা 'হিন্দু মুসলিম ভাই ভাই, ইসকনের রক্ষা নাই', 'ইসকন সনাতন এক নয় এক নয়', উগ্রবাদের ঠিকানা এই বাংলায় হবেনা', 'ভারতীয় আগ্রাসন রুখে দাও, রুখে দাও', 'দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা', 'দালালি না রাজপথ, রাজপথ রাজপথ', 'সন্ত্রাসীদের ঠিকানা এই বাংলায় হবেনা' এসব স্লোগান দিতে থাকেন।


বিবার্তা/মহসিন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com