নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা অনুষ্ঠিত
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৯:৪৩
নজরুল বিশ্ববিদ্যালয়ে গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা অনুষ্ঠিত
নজরুল বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ময়মনসিংহের ত্রিশালের জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ের ইন্সটিটিউট অব নজরুল স্টাডিজ কর্তৃক গবেষণা রীতি-পদ্ধতি কর্মশালা-২০২৪ অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (২৬ নভেম্বর) ইন্সটিটিউটটির সেমিনার কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়।


নজরুল গবেষণাভিত্তিক এ কর্মশালায় উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম এবং প্রশিক্ষক হিসেবে ছিলেন বিশ্ববিদ্যালয়ের সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. বখতিয়ার উদ্দিন।


কর্মশালায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইন্সটিটিউটটির অতিরিক্ত পরিচালক রাশেদুল আনাম ও কম্পিউটার অপারেটর মাহমুদুর রহমান আনসারী। দুইদিন ব্যাপী আয়োজিত এই কর্মশালার প্রথম দিন মঙ্গলবার (২৬ নভেম্বর) ১৯ জন তরুণ নজরুল গবেষক অংশগ্রহণ করেন। বৃহস্পতিবার (২৮ নভেম্বর) বাকি ২১ জন গবেষককে নিয়ে দ্বিতীয় দিনের কর্মশালা অনুষ্ঠিত হবে।


অনুষ্ঠানের উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম বলেন, বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীর জীবনে গবেষণা একটি অন্যতম গুরুত্বপূর্ণ বিষয়। নজরুল ইন্সটিটিউটের মাধ্যমে এ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সুযোগ হয়েছে নজরুল নিয়ে গবেষণা করার।


এছাড়াও শিক্ষার্থীদের উদ্দেশ্যে তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ১০ হাজার অধ্যয়নরত শিক্ষার্থীদের মধ্য থেকে তোমরা গবেষণা প্রকল্প পেয়েছো। তারই কাজ করবে। গবেষণার যে মেথড টা তোমরা এখান থেকে শিখবে সেই মেথডের জ্ঞানগুলো তোমরা তোমাদের গবেষণায় প্রয়োগ করে নজরুল সম্পর্কে একটা সত্য উপস্থাপন করে নিয়ে আসবে এটা আমার বিশ্বাস। আজকের এই কর্মশালা তোমাদের জ্ঞান অন্বেষণের সেই পথকেই সুগম করবে এবং এখান থেকে অর্জিত শিক্ষাগুলো তোমাদের জীবনে পাথেয় হয়ে থাকবে।


বিশ্ববিদ্যালয়ের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের গবেষক মো: রোকনুজজামান বলেন, বিশ্ববিদ্যালয় জীবনে একটি পরিপূর্ণতার নাম গবেষণা। নজরুল ইন্সটিটিউটের মাধ্যমে যা অর্জনের সুযোগ হলো। সুযোগ হলো নামের পাশে গবেষক শব্দটি যুক্ত করার। আমার উত্তরোত্তর পথ চলায় ও সফলতায় সর্বদা সকলের সহযোগিতা কামনা করি।


বিবার্তা/বাপ্পি/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com