চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে চবিতে মানববন্ধন
প্রকাশ : ২৬ নভেম্বর ২০২৪, ১৭:৫৫
চিন্ময় কৃষ্ণকে গ্রেফতারের প্রতিবাদে চবিতে মানববন্ধন
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসকনের বহিস্কৃত নেতা শ্রী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসকে গ্রেফতার ও চবি সংস্কৃত বিভাগের শিক্ষক ড. কুশল বরণ চক্রবর্তীর ওপর হামলার প্রতিবাদে মানববন্ধন করেছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের(চবি) সনাতনী শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ।


মঙ্গলবার (২৬ নভেম্বর) বিশ্ববিদ্যালয়ের শহিদ মিনার প্রাঙ্গণে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


এতে শ্রী শ্রী চিন্ময় কৃষ্ণ দাসের মুক্তির দাবী ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সংস্কৃত বিভাগের সহকারী অধ্যাপক ড. কুশল বরণ চক্রবর্তীর ওপর হামলার বিচারের দাবী জানান।


মার্কেটিং বিভাগের অধ্যাপক ড. সজীব কুমার ঘোষ বলেন, আমরা সবাই বাংলাদেশী। নাগরিক হিসেবে আমাদের প্রত্যেকের অধিকার সমান। কোনো সনাতনী অপরাধ করলে রাষ্ট্রীয় আইনে আমরাও তার বিচার চাই। এব্যাপারে আমাদের কোনো বক্তব্য নাই। কিন্তু, কেউ যখন সনাতনীদের অধিকার প্রতিষ্ঠার জন্য কথা বলে, তাকে যদি রাষ্ট্রদ্রোহী বলা হয়, তাহলে আমরা কার কাছে যাবো? ড. মুহাম্মদ ইউনূস তাঁর কাছে আমাদের অনেক বেশিই প্রত্যাশা। আশা রাখি তিনি আইনের শাসন প্রতিষ্ঠা করবেন, যেখানে ধর্মের ভিত্তিতে বৈষম্য করা হবে না।


রসায়ন বিভাগের সাবেক অধ্যাপক ড. তাপসী ঘোষ রায় বলেন, সনাতনী জাগরণ মঞ্চের বক্তব্য রাষ্ট্রের বিরুদ্ধে নয়৷ বরং এখানে আমরা অধিকার কথা বলছি।


প্রাণ রসায়ন ও অনুপ্রাণ বিভাগের সহযোগী অধ্যাপক ড. রামেন্দু পারিয়াল বলেন, সনাতনী জাগরণী মঞ্চের মুখপাত্র সর্বজন শ্রদ্ধেয় চিন্ময় প্রভুকে যেভাবে গ্রেফতার করা হলো এবং আমাদের সহকর্মী কুশল বরণ চক্রবর্তীর উপর যেভাবে ন্যাক্কারজনকভাবে হামলা করা হলো বাংলাদেশের একজন নাগরিক হিসেবে এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক হিসেবে আমি এর তীব্র প্রতিবাদ জানাচ্ছি। সেই সাথে আমাদের চিন্ময় প্রভুর অবিলম্বে মুক্তির দাবী করছি।


রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. ফণী ভূষণ বিশ্বাস বলেন, সনতানীদের ন্যায় সঙ্গত অধিকার আদায়ে নেতৃত্বদানকারী চিন্ময় প্রভুর বিরুদ্ধে জাতীয় পতাকা অবমাননা ও রাষ্ট্রদ্রোহের মিথ্যা অভিযোগ করা হচ্ছে৷ অথচ সনাতনীরা তার মাকে যতটুকু শ্রদ্ধা করে; তার দেশ, দেশের জাতীয় পতাকা আর জাতীয় সঙ্গীতকে ততটুকুই ভালোবাসে। এমনকী তারচেয়ে বেশিই ভালোবাসে। সেখানে সনাতনীরা কখনোই জাতীয় পতাকাকে অসম্মান করতে পারে না। আপনি একজন সনাতনীকেও পাবেন না যে কী না এই আট দফার বিরুদ্ধে। অর্থাৎ চিন্ময় প্রভু সকল সনাতনীদের মুখপাত্র হিসেবে ভূমিকা পালন করছেন। তার অবিলম্বে মুক্তি দেওয়া যৌক্তিক।
তিনি আরো বলেন, আমাদের সহ মুখপাত্র ড. কুশল বরণের ওপর হামলা করা হয়েছে। বলা হচ্ছে, সাধারণ জনগণ হামলা করেছে। কে সেই সাধারণ জনগণ? আমরা তা দেখতে চাই। অবিলম্বে তাদের আইনের আওতায় আনতে হবে। আমরা ধর্মের ভিত্তিতে কোনো সংঘাত চাই না।


সংস্কৃত বিভাগের মাস্টার্সের শিক্ষার্থী প্রবীন সেন বলেন, ১৯৭১ থেকে ২০২৪ পর্যন্ত প্রতিটি পটপরিবর্তনে সনাতনীদেরও অংশীদারীত্ব আছে। অথচ, পরিবর্তনের পরে প্রতিবারই আঘাতটা আসে সংখ্যালঘুদের বিরুদ্ধে। আমরা এই অবস্থার পরিবর্তন চাই। আমাদের নাগরিক অধিকার ও উপসনালয়গুলোর নিরাপত্তা নিশ্চিত করা সরকারের দায়িত্ব।


বিবার্তা/মহসিন/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com