
সম্প্রতি পুরান ঢাকাসহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ঘটা সংঘাতে জগন্নাথ বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের না জড়ানোর আহ্বান জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। আজ সোমবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তাজাম্মুল হক স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানানো হয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, গত কয়েক দিন ঢাকার বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানকে কেন্দ্র করে সংঘটিত সংঘর্ষ ও উসকানিমূলক পরিস্থিতিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা নিজেদের না জড়িয়ে বুদ্ধিমত্তার পরিচয় দিয়েছেন, যা অত্যন্ত প্রশংসনীয়। এমন অবস্থায় বিশ্ববিদ্যালয়ের সব শিক্ষার্থীকে যেকোনো ধরনের পরিস্থিতিতে সংযম প্রদর্শনের নির্দেশনা দেওয়া হলো।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের পাশেই বেশ কয়েকটি সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান রয়েছে। গত কয়েক দিনে এসব শিক্ষাপ্রতিষ্ঠানের মধ্যে সংঘাত–সংঘর্ষের ঘটনা ঘটেছে।
উল্লেখ্য, গত ১৬ নভেম্বর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের শিক্ষার্থী অভিজিৎ হাওলাদার ডেঙ্গু জ্বর নিয়ে ঢাকা ন্যাশনাল মেডিক্যাল ইনস্টিটিউট হাসপাতালে ভর্তি হন। ১৮ নভেম্বর তার মৃত্যু হয়। এরপর তার মৃত্যু ভুল চিকিৎসায় হয়েছে, এমন অভিযোগ তুলে মোল্লা কলেজের শিক্ষার্থীরা ন্যাশনাল হাসপাতাল ঘেরাও করে বিক্ষোভ করেন।
এরই ধারাবাহিকতায় আজকেসহ কয়েক দিন ধরে ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজ, সরকারি শহীদ সোহ্রাওয়ার্দী কলেজ, কবি নজরুল কলেজ ও সেন্ট গ্রেগরিজ স্কুল অ্যান্ড কলেজে শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ ও শিক্ষাপ্রতিষ্ঠানগুলোয় ভাঙচুরের ঘটনা ঘটেছে।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]