
বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভাসহ নানা আয়োজনের মধ্য দিয়ে ৪৬ তম ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) দিবস উদ্যাপন করেছে বিশ্ববিদ্যালয়টির শিক্ষক-শিক্ষার্থীরা।
সোমবার (২৫ নভেম্বর) সকাল ১০টায় বিশ্ববিদ্যালয়টির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে কেন্দ্রীয় ফুটবল মাঠে পায়রা ও বেলুন উড়িয়ে দিবসটির কর্মসূচির উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
পরে সেখান থেকে কয়েক হাজার শিক্ষক-শিক্ষার্থী ও কর্মকর্তা-কর্মচারীদের অংশগ্রহণে বর্ণাঢ্য র্যালি শুরু হয়। শোভাযাত্রাটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে গিয়ে শেষ হয়। পরে বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তরে পুষ্পস্তবক অর্পণ করে বিশ্ববিদ্যালয় প্রশাসন, জিয়া পরিষদ, ইউট্যাব ও শাখা ছাত্রদল সহ বিভিন্ন সংগঠন। পুষ্পস্তবক অর্পণ শেষে বিশ্ববিদ্যালয়ের সকল বিভাগের শিক্ষা ও গবেষণা প্রদর্শনী মেলার উদ্বোধন করেন উপাচার্য।
এছাড়া বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে বিশ্ববিদ্যালয় দিবস উপলক্ষ্যে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
আলোচনা সভায় বিশ্ববিদ্যালয় দিবস উদ্যাপন কমিটির আহ্বায়ক অধ্যাপক ড. আলিনুর রহমানের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ। এছাড়া থিওলজি এন্ড ইসলামিক স্টাডিজ অনুষদের ডিন অধ্যাপক ড. সিদ্দিকুর রহমান আশ্রাফী, প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান, আল-কুরআন এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের সভাপতি অধ্যাপক ড. নাছির উদ্দীন মিঝি ও প্রভোস্ট কাউন্সিলের সভাপতি অধ্যাপক ড. আবুল কালাম আজাদসহ বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী উপস্থিত ছিলেন।
আলোচনা সভায় উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, আধুনিক ও ইসলামিক শিক্ষার সমন্বয় করে উন্নত শিক্ষা প্রসারে এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করেন শহীদ জিয়াউর রহমান। হাঁটিহাঁটি পা পা করে ৪৬ বছরে পদার্পণ করেছে বিশ্ববিদ্যালয়টি। তবে প্রতিষ্ঠার ৪৬ বছরে বিশ্ববিদ্যালয় তার লক্ষ্য-উদ্দেশ্য অর্জন করতে পারেনি। আমরা এই বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার লক্ষ্য উদ্দেশ্যকে চেতনায় ধারণ করে বিশ্ববিদ্যালয়কে শিক্ষা ও গবেষণায় আন্তর্জাতিক মানে উন্নীত করার চেষ্টা করবো।
বিবার্তা/জায়িম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]