
অনাকাঙ্ক্ষিত উদ্ভূত পরিস্থিতিতে সহিংসতায় জড়িয়ে না পড়তে বর্তমান ও প্রাক্তন গ্রেগরিয়ান, পিতা-মাতা, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের প্রতি উদাত্ত আহ্বান জানিয়েছে সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ কর্তৃপক্ষ।
২৪ নভেম্বর, রবিবার এক বিজ্ঞপ্তিতে এ আহ্বান জানায় সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার প্ল্যাসিড পিটার রিবেইরো, সিএসসি।
সেন্ট গ্রেগরী হাই স্কুল এন্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার প্ল্যাসিড পিটার রিবেইরো, সিএসসি স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়, ঐতিহ্যবাহী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ আজ (রবিবার) বিকেল পাঁচটায় শতাধিক বহিরাগত দুর্বৃত্তদের দ্বারা হামলার শিকার হয়েছে। এতে অধ্যক্ষ মহোদয়ের কক্ষ, ডিসিপ্লিন কমিটি কক্ষ, শিক্ষক-মিলনায়তন, কয়েকটি অফিস কক্ষসহ বেশ কিছু শ্রেণিকক্ষে ব্যাপক ভাঙচুর ও ধ্বংসযজ্ঞ চালানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে আরো বলা হয়, এ হামলায় বিদ্যালয়ের গেটে দায়িত্বরত দুইজন অফিস সহায়ক গুরুতর আহত হয়। তাদের হাসপাতালে ভর্তি করা হয়েছে। তবে কিছুক্ষণের মধ্যে শিক্ষকগণ, প্রাক্তন ও বর্তমান গ্রেগরিয়ান, অভিভাবকগণ শিক্ষালয়ে উপস্থিত হয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সহায়তা করেন। এর পরপরই আইন-শৃঙ্খলা বাহিনী এসে পরিস্থিতি পুরোপুরি নিয়ন্ত্রণে নিয়ে আসেন। আর্মি ও পুলিশের সমন্বয়ে একটি টিম সার্বিক নিরাপত্তা প্রদান বিষয়ে আশ্বস্ত করেন। পরবর্তীতে তারা সার্বক্ষণিক এ স্কুল অ্যান্ড কলেজের নিরাপত্তায় প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবেন বলে আশাবাদ ব্যক্ত করেন।
ব্রাদার প্ল্যাসিড পিটার রিবেইরো বিজ্ঞপ্তিতে আরো বলেন, এমতাবস্থায় বর্তমান ও প্রাক্তন গ্রেগরিয়ান, সম্মানিত পিতা-মাতা, অভিভাবক ও শুভাকাঙ্ক্ষীদের ধৈর্য ধারণ ও পূর্বের ন্যায় আমাদের সার্বিক সহযোগিতা প্রদানের জন্য বিনীত অনুরোধ জানাচ্ছি। নিজ দায়িত্বে কোনো প্রকার সহিংসতায় বা বিবাদে কাউকে জড়িয়ে না পড়ার আহবান করছি। সৃষ্টিকর্তা সকলেরমঙ্গলকরুন।
বিবার্তা/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]