
নিজ কলেজে ভাঙচুরের ক্ষোভ ঝাড়তে পার্শ্ববর্তী সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজে ব্যাপক হামলা-ভাঙচুর চালিয়েছে সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। রবিবার (২৪ নভেম্বর) সন্ধ্যার পর এ হামলার ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সন্ধ্যার পর অতর্কিত হামলা করেন সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা। এসময় কলেজটির প্রথম, দ্বিতীয় ও তৃতীয় তলায় ব্যাপক ভাঙচুর করা হয়। শ্রেণিকক্ষের ভেতরেও ভাঙচুর করা হয়।
শিক্ষক ও স্টাফরা জানান, কলেজের শ্রেণিকক্ষ, অধ্যক্ষের কক্ষের দরজা, শিক্ষকদের কক্ষসহ অন্তত ৫০টি কক্ষ ভাঙচুর করা হয়েছে। ক্যান্টিনে হামলা করে টাকা লুট করা হয়েছে। এ ছাড়া দ্বিতীয় তলায় একটি শিক্ষক কক্ষে অগ্নিসংযোগ করা হয়।
কলেজের একজন শিক্ষক বলেন, আমরা পুলিশ ও ফায়ার সার্ভিসকে ফোন দিয়েও সহযোগিতা পাইনি। ঘটনার আড়াই ঘণ্টা পার হলেও পুলিশ আসেনি।
সেন্ট গ্রেগরী হাই স্কুল অ্যান্ড কলেজ-এর অধ্যক্ষ ব্রাদার প্লাসিড পিটার রিবেইরো সিএসসি বলেন, কলেজ ছুটি হয়েছে দুপুর ১২টায়। আমরা অফিসিয়াল কাজ শেষ করে ৪টার দিকে সবাই চলে গেছি। পরে খবর পেয়ে এসে দেখি এ অবস্থা। কারা হামলা করেছে কিছুই জানি না।
এ বিষয়ে জানতে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুল ইসলামের মোবাইলে একাধিকবার কল দিলেও তিনি রিসিভ করেননি।
২৪ নভেম্বর, রবিবার ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও এর আশপাশের এলাকার ৩০ এর অধিক কলেজ সমন্বিতভাবে পুরান ঢাকার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা করে। এতে প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন। রবিবার দুপুর ১২টার দিকে ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী একসঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায়।
জানা যায়, ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২০ নভেম্বর) থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলার প্রতিবাদে রবিবার (২৪ নভেম্বর) ঢাকা ও এর আশেপাশের এলাকার ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছে।
এদিকে সন্ধ্যার পর ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজে হামলা করতে যান সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজের শিক্ষার্থীরা। এসময় তাদের ধাওয়া দিয়ে যাত্রাবাড়ী পর্যন্ত নিয়ে ছত্রভঙ্গ করে দেন ড. মাহবুবুর রহমানসহ অন্য কলেজের আন্দোলনকারী শিক্ষার্থীরা।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]