কুবির সায়েন্স ক্লাবের বিজ্ঞান উৎসবের ১২৭ বিজয়ীকে পুরস্কার প্রদান
প্রকাশ : ২৪ নভেম্বর ২০২৪, ১৯:৪০
কুবির সায়েন্স ক্লাবের বিজ্ঞান উৎসবের ১২৭ বিজয়ীকে পুরস্কার প্রদান
কুবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) বিজ্ঞানবিষয়ক সংগঠন সায়েন্স ক্লাবের উদ্যোগে কুমিল্লা জেলার বিভিন্ন শিক্ষা-প্রতিষ্ঠান থেকে বিজ্ঞান উৎসবে অংশগ্রহণ করা প্রায় ১৮০০ শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ী ১২৭ জন শিক্ষার্থীকে পুরস্কার প্রদান করা হয়েছে।


রবিবার (২৪ নভেম্বর) বিকাল ৩ টায় বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের অডিটোরিয়ামে এই পুরস্কার বিতরণের আয়োজন করা হয়।


সায়েন্স ক্লাবের সাধারণ সম্পাদক আজহার উদ্দিনের সঞ্চালনায় অনুষ্ঠান সভাপতিত্ব করেন সংগঠনটির সভাপতি জনি সরকার।


এসময় অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. হায়দার আলী বলেন, ছোট শিক্ষার্থীদের মাথায় যদি একবার প্রোগ্রামিং ল্যাগুয়েজ ঢুকিয়ে দেওয়া যায়, তারা অনেক কিছু আবিষ্কার করে ফেলবে। আমাদের শিখানোর ধরন চেইঞ্জ করতে হবে। এখন হাতের কাছে সব সুযোগ সুবিধা আছে। সেগুলোর সঠিক ব্যবহার শিখতে হবে।


সমাপনী বক্তব্যে সংগঠনটির সভাপতি জনি সরকার বলেন, আমাদের আজকের এই অনুষ্ঠানটি অনেক আগেই হওয়ার কথা ছিল কিন্তু দেশে সার্বিক পরিস্থিতির কারণে আমাদের অনুষ্ঠানটি অনেক পরে হচ্ছে। এজন্য আমরা সায়েন্স ক্লাবের পক্ষ থেকে দুঃখ প্রকাশ করছি।


পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মোহাম্মদ সোলায়মান, প্রক্টর অধ্যাপক ড. মো. আবদুল হাকিম, বিজ্ঞান অনুষদের ডিন ও ফার্মেসি বিভাগের সহযোগী অধ্যাপক ড. প্রদীপ দেবনাথ, প্রকৌশল অনুষদের ডিন ও আইসিটি বিভাগের সহকারী অধ্যাপক ড. মো. সাইফুর রহমান, সায়েন্স ক্লাবের মডারেটর ও বিশ্ববিদ্যালয়ের ছাত্র পরামর্শক ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. আব্দুল্লাহ আল মাহবুব, গণিত বিভাগের সহযোগী অধ্যাপক জিল্লুর রহমান, রসায়ন বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো: আব্দুল মাজেদ পাটোয়ারী ও ড. মো: শাহাদাৎ হোসাইন সহ বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান থেকে আগত শিক্ষার্থীরা।


উল্লেখ্য, গত ২৪ ফেব্রুয়ারিতে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সায়েন্স ক্লাবের উদ্যোগে দিনব্যাপী 'জাতীয় বিজ্ঞান উৎসব ২০২৪' অনুষ্ঠিত হয়েছিল।


বিবার্তা/প্রসেনজিত/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com