
ড. মাহবুবুর রহমান মোল্লা কলেজের (ডিএমআরসি) শিক্ষার্থীদের ওপর হামলার প্রতিবাদে ঢাকা ও এর আশপাশের এলাকার ৩০ এর অধিক কলেজ সমন্বিতভাবে পুরান ঢাকার কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা করেছে। এতে প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন।
রবিবার (২৪ নভেম্বর) দুপুর ১২টার দিকে ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী একসঙ্গে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজে হামলা চালায়।
জানা যায়, ভুল চিকিৎসায় শিক্ষার্থীর মৃত্যুর অভিযোগে ঢাকা ন্যাশনাল মেডিকেল কলেজ হাসপাতালে বুধবার (২০ নভেম্বর) থেকে বিক্ষোভ কর্মসূচি পালন করে আসছিল ডিএমআরসি কলেজের শিক্ষার্থীরা। বৃহস্পতিবার (২১ নভেম্বর) কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের শিক্ষার্থীরা আন্দোলনরত ডিএমআরসি কলেজের শিক্ষার্থীদের ওপর হামলা চালায়।
হামলার প্রতিবাদে রবিবার (২৪ নভেম্বর) ঢাকা ও এর আশেপাশের এলাকার ৩০ এর অধিক কলেজের প্রায় ৫ হাজার শিক্ষার্থী দুপুর ১২টা থেকে সোহরাওয়ার্দী ও কবি নজরুল কলেজে হামলা করে। পরবর্তীতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে এখন পর্যন্ত প্রায় ৩৫ জনের মতো আহত হয়েছেন। ঘটনাস্থলে পুলিশ ও সেনাবাহিনী উপস্থিত রয়েছে।
বিক্ষোভে অংশ নেওয়া এক শিক্ষার্থী বলেন, সকালে ডিএমআরসি ও আশেপাশের কলেজগুলো ন্যাশনাল মেডিকেলের সামনে বিক্ষোভ করতে আসলে, কবি নজরুলের শিক্ষার্থীরা পুনরায় তাদের ওপর হামলা চালায়। পরবর্তীতে সমন্বিতভাবে কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজের হামলার জবাবে তাদের প্রতিহত করা হয়। এতে এখন পর্যন্ত প্রায় ২৫-৩০ জন আহত হয়েছে।
ওই শিক্ষার্থী আরও বলেন, কবি নজরুল ও সোহরাওয়ার্দী কলেজকে উপর্যুক্ত জবাব না দেওয়া পর্যন্ত আমরা এখান থেকে যাব না।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]