শিরোনাম
ঢাবিতে ভর্তি জালিয়াতি: ১৩ জনের সাজা
প্রকাশ : ২২ অক্টোবর ২০১৬, ১১:৫০
ঢাবিতে ভর্তি জালিয়াতি: ১৩ জনের সাজা
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় ২০১৬-১৭ শিক্ষাবর্ষে ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় জালিয়াতির দায়ে ১৩ জনকে পাবলিক পরীক্ষা আইন-১৯৮০’র ৯ (খ) অনুযায়ী দুই বছর করে কারাদণ্ডাদেশ দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। শুক্রবার এ আদেশ দেন ম্যাজিস্ট্রেট রবীন্দ্র চাকমা।  

 

আটক ১৩ জনকে বিভিন্ন পরীক্ষা কেন্দ্র থেকে আটক করা হয়। তাদের মধ্যে আইডিয়াল কলেজ থেকে তারিক চৌধুরী, ঢাকা মহানগর মহিলা কলেজ থেকে অবণী রায়, ইডেন মহিলা কলেজ কেন্দ্র থেকে ইমরান খান সুজন ও সাবিয়া ইসলাম নওরীন, আইবিএ কেন্দ্র থেকে আল ইমরান, সিদ্ধেশ্বরী গার্লস কলেজ থেকে আকাশ খন্দকার, নিউ মডেল কলেজ থেকে জাহিদ হাসান, বদরুন্নেছা মহিলা কলেজ কেন্দ্র থেকে মাহমদুল হাসান তারেক, মতিঝিল আইডিয়াল কেন্দ্র থেকে শাহ সাদমানী ইয়াসার, বাওয়ালি কলেজ থেকে আল-আমিন, মোহাম্মদপুর কেন্দ্রীয় কলেজ থেকে ইসতিয়াক আহমেদ ও জুলকার নাইন নির্ঝর, মোহাম্মদপুর মডেল স্কুল অ্যান্ড কলেজ থেকে সঞ্চিতা রানী।    

 

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রোক্টর অধ্যাপক এএম আমজাদ কারাদণ্ডের বিষয়টি নিশ্চিত করে বলেন, ভর্তি পরীক্ষায় জালিয়াতের দায়ে ১৩ জনকে ভ্রামমাণ আদালত দুই বছর করে সাজা দিয়েছেন। এই জালিয়াতি চক্রের সাথে যারা জড়িত তাদের সকলকে খুজে বের করা হবে বলে জানান তিনি।

 

বিবার্তা/লাভলু/নিশি

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com