ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাত কলেজের ২০১৯-২০১০ সেশনের অনার্স ফাইনাল ইয়ারের পরীক্ষা উপলক্ষে শিক্ষা উপকরণ বিতরণ করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা।
সোমবার (১১ নভেম্বর) সন্ধ্যার দিকে শাখা ছাত্রদলের যুগ্ম সাধারণ সম্পাদক মিল্লাদ হোসেনের নেতৃত্ব ঢাকা কলেজের হলে হলে গিয়ে শিক্ষার্থীদের কাছে শিক্ষা উপকরণ পৌঁছে দেন নেতাকর্মীরা।
কর্মসূচিতে ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সাধারণ সম্পাদক মো. সোহাগ নিলয়, সহ-সাংগঠনিক সম্পাদক সাইফুল ইসলাম, কর্মসূচি ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক মো. রাশেদুল ইসলাম, সহ-অর্থ সম্পাদক জোবায়েদ আহমেদ উপস্থিত ছিলেন।
এছাড়া ঢাকা কলেজ আন্তর্জাতিক হল ছাত্রদলের সভাপতি মো. আলী হাসান, সাধারণ সম্পাদক ইনজামামুল হক ইমন, ফরহাদ হল ছাত্রদলের সভাপতি বি. কে. হাসান ফরাজিসহ প্রমুখ উপস্থিত ছিলেন।
এসময় মিল্লাত হোসেন বলেন, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবিক বাংলাদেশ প্রতিষ্ঠার লক্ষ্যে বিএনপির ভ্যানগার্ড খ্যাত বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শিক্ষার্থীদের কল্যাণে এবং শিক্ষাপ্রতিষ্ঠানে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করবে। স্বৈরাচারের আমলে শত জুলুম নির্যাতন সহ্য করেও শিক্ষার্থীদের পাশে ছিলেন ছাত্রদলের নেতাকর্মীরা। আগামীতে শিক্ষার্থীদের পাশে থাকবে ছাত্রদল।
তিনি আরও বলেন, ছাত্রদল শিক্ষা ও শিক্ষার্থী বান্ধব সংগঠন। প্রতিহিংসা কিংবা মারামারির রাজনীতিতে বিশ্বাস করে না ছাত্রদল। এই সংগঠন শিক্ষার্থীদের কল্যাণে নিবেদিত প্রাণ।
বিবার্তা/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]