
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম এবং ফার্মেসি বিভাগে নতুন সভাপতি নিয়োগ দিয়েছে কর্তৃপক্ষ। এর মধ্যে কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগে বাংলা বিভাগের অধ্যাপক ড. রশিদুজ্জামানকে ও ফার্মেসি বিভাগে বায়োটেকনোলজি এন্ড জেনেটিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মিজানুর রহমানকে নিয়োগ দেওয়া হয়।
সোমবার (২১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশ থেকে এসব তথ্য জানা যায়। পুনরাদেশ না দেয়া পর্যন্ত তারা এ পদে দায়িত্বপালন করবেন বলে জানানো হয় অফিস আদেশে।
কমিউনিকেশন অ্যান্ড মাল্টিমিডিয়া জার্নালিজম বিভাগের নবনিযুক্ত সভাপতি অধ্যাপক ড. রশিদুজ্জামান বলেন, আমি নিয়োগপত্র হাতে পেয়েছি। যত দ্রুত সম্ভব যোগদান করবো। আমি আমার সাধ্যমতো বিভাগকে এগিয়ে নিয়ে যেতে চেষ্টা করবো। এ কাজে সংশ্লিষ্ট সকলের সহযোগিতা কামনা করছি।
বিবার্তা/জায়িম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]