
বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) প্রযুক্তি, উদ্ভাবন এবং সৃজনশীলতার বিকাশে কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) বিভাগে দিনব্যাপী সিএসই ফেস্ট ২০২৪-এর আয়োজন করে।
সোমবার (২১ অক্টোবর) একাডেমিক ভবন-২ এ আয়োজিত এই উৎসবের আনুষ্ঠানিক উদ্বোধন করেন বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী। উদ্বোধনী অনুষ্ঠানের পর উপাচার্য শিক্ষার্থীদের উদ্ভাবিত প্রযুক্তিগত প্রকল্পগুলো ঘুরে দেখেন এবং তাদের কাজের প্রশংসা করেন।
সিএসই ফেস্ট উপলক্ষ্যে উপাচার্যের নেতৃত্বে একটি বর্ণাঢ্য র্যালি বের করা হয়, যা পুরো ক্যাম্পাস প্রদক্ষিণ করে। র্যালিতে অংশ নেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রারের দায়িত্বে থাকা প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রকৌশল ও প্রযুক্তি অনুষদের ডিন প্রফেসর ড. মো. মিজানুর রহমান, সিএসই বিভাগের প্রধান এবং ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, এবং প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান। সিএসই বিভাগের শিক্ষক, শিক্ষার্থীসহ বিশ্ববিদ্যালয়ের অন্যান্য সদস্যরাও উৎসাহ নিয়ে এতে অংশগ্রহণ করেন।
উৎসবে বিভিন্ন আকর্ষণীয় কার্যক্রমের মধ্যে ছিল প্রজেক্ট প্রদর্শনী, গেমিং প্রতিযোগিতা, ইনডোর গেমস, আন্তঃবিভাগ প্রোগ্রামিং প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান। দিনের শেষে আয়োজিত সাংস্কৃতিক অনুষ্ঠানে শিক্ষার্থীরা মনোমুগ্ধকর পরিবেশনা উপস্থাপন করেন, যা উৎসবের আমেজকে আরও প্রাণবন্ত করে তোলে।
সিএসই ফেস্ট ২০২৪ শুধু প্রযুক্তিগত উৎকর্ষ প্রদর্শনের সুযোগই দেয়নি, বরং শিক্ষার্থীদের মধ্যে পারস্পরিক সহযোগিতা ও প্রতিযোগিতার মনোভাব গড়ে তোলার ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।
বিবার্তা/সোলাইমান/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]