শিরোনাম
জবিতে প্রশ্ন ফাঁসের দায়ে ৪ জনের জেল
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ২২:১৩
জবিতে প্রশ্ন ফাঁসের দায়ে ৪ জনের জেল
জবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষের স্নাতক সম্মান শ্রেণির ১ম বর্ষের ভর্তি পরীক্ষার বিজ্ঞান অনুষদ ভুক্ত ‘এ’ ইউনিটের প্রশ্ন ফাঁসের দায়ে ৪ জনকে কারাদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত। এছাড়া তিনশ টাকা জরিমানা অনাদায়ে আরো ১০ দিনের কারাদণ্ড দেয়া হয়।


শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে জবির প্রক্টর কার্যালয়ে ভ্রাম্যমাণ আদালতের বিচারক ঢাকা জেলা প্রশাসক কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার এ দণ্ডাদেশ দেন।


দণ্ডিত ব্যক্তিদের পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ৯ (খ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাবস্ত করা হয়।


দণ্ডিতরা হলেন-মো. আব্দুর রহমান (১৯), মফিজুর রহমান রনি (২৫), মো. সাইফুদ্দিন আহমেদ লিখন (২২) ও মো. মোস্তাক আহমেদ (১৯)।


শুক্রবার বিকেল ৩টায় বিসিএস কনফিডেন্স জবি ক্যাম্পাস শাখা কোচিং সেন্টারে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি ও কোতোয়ালি থানা পুলিশ অভিযান চালিয়ে তাদের আটক করে। এর আগে ক্যাম্পাসে প্রবেশ করার সময় এক পরীক্ষার্থীকে মোবাইলে পরীক্ষার উত্তরপত্র এসএমএসসহ আটক করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আটককৃতরা হলেন- কনফিডেন্স কোচিং জবি ক্যাম্পাস শাখার পরিচালক এম রহমান রনি, দুই জন পরীক্ষার্থী মোস্তাক আহমেদ ও আব্দুর রহমান। অপর একজন হলেন ছাত্রলীগ নেতা ৯ম ব্যাচের বাংলা বিভাগের শিক্ষার্থী সাইফুদ্দিন আহমেদ লিখন। তিনি জবি ছাত্রলীগের বহিষ্কৃত মৌখিক যুগ্ম সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম তুর্যের কর্মী ও ঝালকাঠি জেলা ছাত্রকল্যাণের সেক্রেটারি বলে জানা যায়।


এর আগেও লিখনের নামে একাধিক চাঁদাবাজির অভিযোগ রয়েছে। এছাড়া লিখনের নামে আগেও বিশ্ববিদ্যালয়ের জসিম নামের এক কর্মচারীকে মারধর করার অভিযোগ রয়েছে।


এ বিষয় জানতে চাইলে প্রক্টর সহযোগী অধ্যাপক ড. নূর মোহাম্মদ বলেন, পাবলিক পরীক্ষাসমূহ (অপরাধ) আইন ১৯৮০-এর ৯ (খ) ধারায় বর্ণিত অপরাধে দোষী সাব্যস্ত হওয়ায় জেলা প্রশাসকের কার্যালয়, ঢাকার সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রহিমা আক্তার চার জনকে ০২ (দুই) বছরের কারাদণ্ড এবং ৩০০ টাকা অর্থদণ্ড অনাদায়ে ১০ (দশ) দিন কারাদণ্ডের আদেশ দেন।


বিবার্তা/আদনান/কাফী

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com