
ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ছাত্র শিক্ষক সাংস্কৃতিক কেন্দ্রের (টিএসসিসি) নতুন পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন হিসাব বিজ্ঞান ও তথ্য পদ্ধতি বিভাগের অধ্যাপক ড. জাকির হোসেন।
শনিবার (১৯ অক্টোবর) রেজিস্ট্রার দপ্তরের এক অফিস আদেশে এই তথ্য জানা যায়। আগামী এক বছর তিনি এ দায়িত্ব পালন করবেন।
নব নিযুক্ত পরিচালক অধ্যাপক ড. জাকির হোসেন বলেন, আমাকে নিয়োগ প্রদানের জন্য প্রশাসনকে ধন্যবাদ। আমি টিএসসিসির সার্বিক উন্নয়নের জন্য কাজ করবো। অডিটোরিয়ামকে প্রোগ্রামের জন্য উপযোগী করে গড়ে তোলা চেষ্টা করবো। এছাড়াও অনেকদিন থেকে ক্যাফেটেরিয়া বন্ধ রয়েছে। ক্যাফেটেরিয়াকে পুনরায় কীভাবে চালু করা সে বিষয়ে চেষ্টা করবো।
বিবার্তা/জায়িম/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]