বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ার পেলেন জিপিএ-৪.৮৩
প্রকাশ : ১৫ অক্টোবর ২০২৪, ১৯:১৮
বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শাহরিয়ার পেলেন জিপিএ-৪.৮৩
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে শহীদ শেখ শাহরিয়ার বিন মতিন এবারের এইচএসসিতে ভালো ফলাফল অর্জন করেছেন। তার এই অর্জন পরিবারের জন্য খুশির খবর হওয়ার কথা ছিল। কিন্তু এমন খবরে উচ্ছ্বাসের বদলে তার পরিবার, সহপাঠী ও স্বজনদের মধ্য কষ্ট আরও বাড়িয়ে দিয়েছে। শাহরিয়ার এবারের এইচএসসি পরীক্ষায় জিপিএ ৪ দশমিক ৮৩ পেয়েছেন।


মঙ্গলবার (১৫ অক্টোবর) বিকালে শাহরিয়ারের চাচা আব্দুল মোতালেব এ তথ্য নিশ্চিত করেছেন।


শাহরিয়ার ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার কুমড়াশাসন উত্তরপাড়া গ্রামের আব্দুল মতিনের ছেলে। পরিবারের দুই ছেলেমেয়ের মধ্যে শাহরিয়ার ছিল বড়। সে এবার ঈশ্বরগঞ্জ আইডিয়াল কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণ করেন।


ফলাফলের খবর নিশ্চিত করে চাচা আব্দুল মোতালেব বলেন, ‘পরীক্ষা পাসের খবরে কলিজা ফেটে যাচ্ছে। আমার ভাতিজা আন্দোলনে শহীদ হয়েছে প্রায় তিন মাস আগে। এখন তার পরীক্ষার ফলাফল হয়েছে, সে পাস করেছে। তিনি আরও বলেন, আমরা দুই ভাইয়ের মধ্যে একটি মাত্র ছেলে সন্তান ছিল শাহরিয়ার। এখন আমাদের দুই ভাইয়ের বংশে আর কোনো প্রদীপ নেই।’


শহীদ শাহরিয়ারের বাবা আব্দুল মতিন স্ত্রী ও কন্যাসন্তান নিয়ে বতর্মানে ওমরা হজ করতে সৌদি আরবে অবস্থান করছেন। সেখানে থেকেই তিনি ছেলের ফলাফলের খবর পেয়েছেন।


জানা যায়, গত ১৮ জুলাই ঢাকার মিরপুরে ১০ নম্বর গোলচত্বরের কাছে গুলিবিদ্ধ হন শেখ শাহরিয়ার বিন মতিন। তার ডান চোখের পাশ দিয়ে গুলি ঢুকে মস্তিষ্ক ছেদ করে বেরিয়ে যায়।


শাহরিয়ারের পরিবার জানায়, পরীক্ষার মধ্যে ছুটি পেয়ে ঢাকায় মায়ের কাছে যান শাহরিয়ার। পরে মিরপুর ২ নম্বরে খালার বাসায় বেড়াতে যান। সেখানে খালাতো ভাইয়ের সঙ্গে আন্দোলনে অংশ নেন। পরে মিরপুর ১০ নম্বরের গোল চত্বরের কাছে গুলিবিদ্ধ হন শাহরিয়ার। সেখানে তার খালাতো ভাইও গুলিবিদ্ধ হয়েছিলেন।


বিবার্তা/আমান উল্লাহ/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com