
দিনাজপুর মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডের এইচএসসি পরীক্ষায় পাসের হার ও জিপিএ-৫ বেড়েছে। এবার পাসের হার ৭৭ দশমিক ৫৬ শতাংশ। অপরদিকে জিপিএ-৫ পেয়েছে ১৪ হাজার ২৯৫ জন।
১৫ অক্টোবর, মঙ্গলবার বেলা ১১টায় দিনাজপুর শিক্ষা বোর্ডের এইচএসসি পরীক্ষার ফলাফল তুলে ধরে প্রেস ব্রিফিং করেন শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর মীর সাজ্জাদ আলী।
দিনাজপুর বোর্ড সূত্রে জানা যায়, এবার মোট ৬৬৫টি কলেজের ২০৪টি কেন্দ্রে ১ লাখ ১৩ হাজার ৭৯৯ পরীক্ষার্থী অংশ নেন। এর মধ্যে পাস করেন ৮৬ হাজার ৯৫৪ শিক্ষার্থী। এ বছর পাসের হার ও জিপিএ-৫ গতবারের তুলনায় বেড়েছে। গতবার পাসের হার ছিল ৭৪ দশমিক ৪৮। গতবার জিপিএ-৫ পেয়েছিলেন ৬ হাজার ৪৫৯ জন। এবার জিপিএ-৫ পেয়েছেন ১৪ হাজার ২৯৫ জন।
আরও জানা যায়, প্রাপ্ত ফলাফলে এবার বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীরা ভালো করেছে। বিজ্ঞান বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৯০ দশমিক ৭৮ শতাংশ, মানবিক বিভাগের শিক্ষার্থীদের পাসের হার ৭৩ দশমিক ৩৫ এবং ব্যবসায় শিক্ষা বিভাগে পাসের হার ৬৪ দশমিক ৪৫ শতাংশ। এর মধ্যে ছেলেরা ৭৩ দশমিক ৯৭ শতাংশ এবং মেয়েরা ৮১ দশমিক শূন্য ১ শতাংশ পাস করেছে।
এবারের পরীক্ষায় মোট ৩৬ শিক্ষার্থী বহিষ্কার হয়েছে। শতভাগ পাস করেছে ১৫ প্রতিষ্ঠানের এবং ২০ প্রতিষ্ঠানের কোনো শিক্ষার্থী পাস করেনি।
বিবার্তা/জেএইচ
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]