‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে’
ইবি শিক্ষার্থীদের সাথে মতবিনিময়ে ড. মাহমুদুর রহমান
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ১৯:১২
‘অন্তর্বর্তী সরকার ব্যর্থ হলে আবারও ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে’
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

অন্তর্বতীকালীন সরকার ব্যর্থ হলে আবারো ভারতীয় কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হবে বলে মন্তব্য করেছেন দৈনিক আমার দেশ পত্রিকার সম্পাদক ড. মাহমুদুর রহমান।


১০ অক্টোবর, বৃহস্পতিবার ইসলামী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এই কথা বলেন।


তিনি বলেন, ছাত্রজনতার বিপ্লবকে বিপদগামী করার জন্য দিল্লির ষড়যন্ত্র অব্যহত রয়েছে। তাই আমাদের এ বিষয়ে নজর রাখতে হবে যে, এই সরকার যেন বিপথগামী না হয়। এজন্য আমরা তার সমালোচনা করবো। কিন্তু এটাও মনে রাখতে হবে যে এ সরকার ব্যর্থ হয়ে দেশে আবারো ভারতীয় কর্তৃত্ব প্রতিষ্ঠিত হবে।


তিনি আরো বলেন, বাংলাদেশের ৯০ শতাংশ মানুষ মুসলিম হওয়া সত্তেও একটি পুতুল সরকারের মাধ্যমে ভারত এ দেশকে করায়ত্ত করে রেখেছিল। ছাত্রজনতা জীবন দিয়ে শেখ হাসিনাকে পরাজিত করেছেন। এখন ভারতীয় হেজেমনির বিরুদ্ধে আমাদের লড়তে হবে। এজন্য ব্যক্তিগতভাবে আমাদেরকে সোশ্যাল মিডিয়াতে ইন্টেলেকচুয়াল যুদ্ধ চালিয়ে যেতে হবে।


বিপ্লবের দুইমাস হয়নি এর মধ্যেই আমরা শেখ হাসিনার দুঃশাসনকে ভুলতে বসেছি। আমাদেরকে এই দুঃশাসনের কথা জাতিকে ভুলতে দেয়া যাবে না।


বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবির ব্যানারে বিশ্ববিদ্যালয়ের টিএসসিসি’র করিডোরে আয়োজিত এই সভায় ইবির সমন্বয়ক এস এম সুইটের সভাপতিত্বে ড. মাহমুদুর রহমানসহ উপস্থিত ছিলেন জাতীয় প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমদ, বাংলাদেশ ফেডারেল সাংবাদিক ইউনিয়নের সাবেক সভাপতি ও বাংলাদেশ সাংবাদিক কল্যাণ ট্রাস্টের ব্যবস্থাপনা পরিচালক এম. আবদুল্লাহ, আমার বাংলাদেশ পার্টি (এবি পার্টি)-এর আহ্বায়ক অধ্যাপক ড. মেজর আব্দুল ওয়াহাব মিনার, ইসলামী বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান ও ছাত্র উপদেষ্টা অধ্যাপক ড. ওবায়দুল ইসলাম বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা।


বিবার্তা/জায়িম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com