বাকৃবিতে শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ শুরু করেছে তদন্ত কমিশন
প্রকাশ : ১০ অক্টোবর ২০২৪, ০০:৫৭
বাকৃবিতে শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ শুরু করেছে তদন্ত কমিশন
বাকৃবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) গত সাড়ে পনেরো বছরে শিক্ষার্থীদের ওপর হওয়া জুলুম, অন্যায় ও নির্যাতনের বিচার করার জন্য বিশ্ববিদ্যালয় প্রশাসন তদন্ত কমিটি গঠন করেছে। এর মাধ্যমে শুরু হয়েছে প্রথম ধাপের অভিযোগ গ্রহণ প্রক্রিয়া। প্রথম ধাপে শিক্ষার্থীদের অভিযোগ গ্রহণ করা হবে।


অভিযোগপত্রে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক নির্যাতন, যৌন হয়রানি, র‍্যাগিং, ইভটিজিং, গেষ্ট রুমে নির্যাতন, সিট বাণিজ্য এবং চাঁদাবাজিসহ বিভিন্ন ধরনের অন্যায়ের বিরুদ্ধে অভিযোগ দিতে পারবেন।


শিক্ষার্থীদের অভিযোগ জমা দেওয়ার জন্য আগামী ১০ নভেম্বরের মধ্যে নির্ধারিত ফর্ম পূরণের আহ্বান জানানো হয়েছে।


অভিযোগ গ্রহণ প্রক্রিয়ায় শিক্ষার্থীদের সুষ্ঠু বিচারের আশ্বাস দিয়ে তদন্ত কমিটি একটি বিজ্ঞপ্তি প্রকাশ করেছে। বুধবার (৯ অক্টোবর) বাকৃবি সাংবাদিক সমিতির সাথে এক মত বিনিময় সভায় বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়। সভায় তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান, সদস্য সচিব অধ্যাপক ড. মো. আসাদুজ্জামান সরকার, ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহীদুল হক, প্রক্টর অধ্যাপক ড. মো. আব্দুল আলীমসহ অন্যান্য সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।


বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে অনলাইন ফর্ম পূরণ, অথবা অভিযোগপত্রের ফর্ম ডাউনলোড করে হাতে পূরণ করে প্রশাসন ভবন, ছাত্র বিষয়ক বিভাগ এবং কেন্দ্রীয় গ্রন্থাগারের সামনে স্থাপিত অভিযোগ বাক্সে জমা দিতে পারবেন। তদন্ত কমিটি শিক্ষার্থীদের পরিচয় এবং গোপনীয়তা রক্ষার বিষয়ে আশ্বাস দিয়েছে।


সভায় অধ্যাপক ড. আসাদুজ্জামান সরকার জানান, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী যে অপরাধগুলোর বিচার সম্ভব, সেগুলো করার চেষ্টা করা হবে। তদন্ত কমিটির সভাপতি অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান জানিয়েছেন, শিক্ষার্থীদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য তাঁরা সর্বোচ্চ চেষ্টা করবেন এবং সকল প্রতিকূলতা মেনে নিতে প্রস্তুত আছেন।


সভায় তদন্ত কমিটির সভাপতি ও এগ্রোফরেস্ট্রি বিভাগের অধ্যাপক ড. জি. এম মুজিবর রহমান বলেন, 'শিক্ষার্থীদের ন্যায় বিচার পাইয়ে দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব। এজন্য সকল ধরনের প্রতিকূলতা আমরা মেনে নিতে রাজি আছি।'


উল্লেখ্য, বিশ্ববিদ্যালয়ের সাধারণ ছাত্র-ছাত্রীদের দাবির প্রেক্ষিতে বিগত সাড়ে পনেরো বছরে সংঘঠিত দুর্নীতি ও অন্যায় কার্যক্রমের তদন্তের জন্য এই কমিটি গঠন করা হয়েছে।


বিবার্তা/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com