শিক্ষার্থীকে হত্যার হুমকি: ছাত্রদল নেতাসহ ৪জনের বিচার দাবি
প্রকাশ : ০৯ অক্টোবর ২০২৪, ১৪:১৫
শিক্ষার্থীকে হত্যার হুমকি: ছাত্রদল নেতাসহ ৪জনের বিচার দাবি
ঢাকা কলেজ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা কলেজের দক্ষিণায়ন হলে ৩০১ নম্বর রুমে শিক্ষার্থীকে নির্যাতন করার পর হত্যার হুমকি দেওয়ার ঘটনায় ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সমাজসেবা সম্পাদক মো. হাবিব হাওলাদার শিহাব ওরফে আশফাকুর রহমান শিহাবসহ অভিযুক্ত চারজনের দৃষ্টান্তমূলক বিচার করার দাবি জানিয়েছে ঢাকা কলেজস্থ মাগুরা জেলার শিক্ষার্থীদের মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদ।


মঙ্গলবার (৮ অক্টোবর) সংগঠনটির দপ্তর সম্পাদক সুহাইল লাবিব মীর স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ দাবি জানানো হয়েছে।


অভিযুক্ত চারজন হলেন, ঢাকা কলেজ ছাত্রদলের সহ-সমাজসেবা বিষয়ক সম্পাদক ও হিসাববিজ্ঞান বিভাগে ৪র্থ বর্ষের ছাত্র মো. হাবিব হাওলাদার শিহাব ওরফে আশফাকুর রহমান শিহাব, ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র ও ঢাকা কলেজ ডিবেটিং সোসাইটির সহ-সভাপতি মাহমুদুল হাসান অর্ণব, অর্থনীতি বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র সালাউদ্দিন ও ব্যবস্থাপনা বিভাগের ৪র্থ বর্ষের ছাত্র আল রাহাত ওরফে আফজাল হোসাইন রাহাত।


বিজ্ঞপ্তিতে বলা হয়, ‘ঢাকা কলেজের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষ (২১-২২) সেশনের (মাগুরার ) মেধাবী ছাত্র মো. মারুফ রেজা মাসুমের উপর সোমবার রাত ১ টা থেকে ৪ টা পর্যন্ত অমানবিক নির্যাতন চালানো হয়। তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে কতিপয় বিপদগামী ছাত্র, রাহাত (দক্ষিণায়ন ৩০১, ম্যানেজমেন্ট ৪র্থ বর্ষ) সালাউদ্দিন(৪র্থ বর্ষ, অর্থনীতি) শিহাব (৪র্থ বর্ষ, নর্থ হল, হিসাববিজ্ঞান) অর্ণব (দক্ষিণায়ন ৪র্থ বর্ষ,ম্যানেজমেন্ট) এ ঘটনা ঘটিয়েছে বলে জানা যায়। এছাড়াও কর্তব্যরত স্যারকে বলতে নিষেধ করাসহ হত্যার হুমকিও প্রদান করা হয়। ঢাকা কলেজছ মাগুরা জেলা ছাত্রকল্যাণ পরিষদের সম্মানিত সভাপতি মো. জসিম মিয়া ও সাধারণ সম্পাদক মো. মামুন শেখ উক্ত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন এবং সুষ্ঠ তদন্তের মাধ্যমে দোষীদের সর্বোচ্চ শাস্তির দাবি জানিয়েছেন।’


এদিকে ঘটনার বিচারের দাবিতে দফায় দফায় বিভোক্ষ মিছিল করেছেন ঢাকা কলেজের শিক্ষার্থীরা। তারা বলছেন, নির্যাতনের এ ঘটনা কোনোভাবেই মেনে নেওয়ার মতো নয়। বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের ছাত্র আবরার ফাহাদের মতো আরও একটি হত্যাকন্ডের ঘটনা ঢাকা কলেজে ঘটে যেত। এ ঘটনার তীব্র নিন্দা জানাচ্ছি এবং দৃষ্টান্তমূলক শাস্তি চাই।


বিবার্তা/সাখওয়াত/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com