বেরোবির কেন্দ্রীয় ভাণ্ডারের উদ্বোধন
প্রকাশ : ০৮ অক্টোবর ২০২৪, ১৭:৩২
বেরোবির কেন্দ্রীয় ভাণ্ডারের উদ্বোধন
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

প্রশাসনিক কাজকে গতিশীল করার লক্ষ্যে রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) এর নতুন কেন্দ্রীয় ভাণ্ডার ভবনের একতলার আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে। প্রশাসনিক ভবনের পাশেই আংশিকভাবে এ ভবন নির্মিত হয়। পর্যায়ক্রমে এটি আরো সম্প্রসারিত হবে।


৮ অক্টোবর, মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী ভবনটির উদ্বোধন করেন।


এসময় আরো উপস্থিত ছিলেন আইকিউএসি পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলাম, প্রক্টর ড. মো. ফেরদৌস রহমান, ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, ক্যাফেটেরিয়ার পরিচালক ড. মো. তানজিউল ইসলাম এবং পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো. ওসমান গনি তালুকদার। এছাড়া, উপ-রেজিস্ট্রার মো. মোর্শেদ উল আলম রনিসহ বিভিন্ন বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।


বিবার্তা/রোমেল/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com