যুক্তরাজ্যের ইসলামিক ফাউন্ডেশন ও ইবির আইআইইআর'র মধ্যে গবেষণা চুক্তি
প্রকাশ : ০৫ অক্টোবর ২০২৪, ১৯:০৬
যুক্তরাজ্যের ইসলামিক ফাউন্ডেশন ও ইবির আইআইইআর'র মধ্যে গবেষণা চুক্তি
ইবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইনস্টিটিউট অব ইসলামিক এডুকেশন এন্ড রিচার্স (আইআইইআর) এবং ইসলামিক ফাউন্ডেশন যুক্তরাজ্যের মধ্যে শিক্ষা ও গবেষণা সহযোগিতা চুক্তি স্বাক্ষরিত হয়েছে।


শুক্রবার (৪ অক্টোবর) ঢাকার একটি হোটেলে এই চুক্তি স্বাক্ষরিত হয়।


এতে ইবির আইআইইআর'র পক্ষে এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোছাইন ও ইসলামিক ফাউন্ডেশন, ইউকের পক্ষে স্বাক্ষর করেন ফাউন্ডেশনের সিইও ফারুক মুরাদ।


অনুষ্ঠানে বৃটিশ আইজীবি ব্যারিস্টর আসাদুজ্জামান, বৃটিশ উইমেন ইন্টারফেইথ নেটওয়ার্কের প্রধান সীমা হক, বিআইআইটির পরিচালক ড. এম. আবদুল আজিজ, উপ-পরিচালক ড. শহীদুল হক, দাওয়াহ টিভির এমডি নিজাম উদ্দিন, কামিয়ার প্রকাশনীর পরিচালক হেলাল উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


ইবির আইআইইআর-এর পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোছাইন জানান, উপাচার্যের অনুমতিক্রমে এই চুক্তি স্বাক্ষরিত হয়েছে। উভয় প্রতিষ্ঠান ইসলামিক শিক্ষা, ইসলামফোবিয়া, ইনডেক্স জার্নাল, কনফারেন্স, ইন্টারফেইথ, ইসলামিক স্কলার বিনিময় ও রিলিজিয়সিটির বিষয়ে কাজ করবেন।


বিবার্তা/জায়িম/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com