ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ইন্সটিটিউট অব ইসলামিক এডুকেশন রিসার্চ (আইআইইআর) -এর পরিচালক পদে নিয়োগ পেয়েছেন দা'ওয়াহ অ্যান্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. ইকবাল হোছাইন। এদিকে প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. শাহীনুজ্জামান।
বুধবার (২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এইচ এম আলী হাসান স্বাক্ষরিত পৃথক অফিস আদেশে এসব তথ্য জানানো হয়।
আইআইইআর’র পরিচালককে আগামী ৩ বছরের জন্য এবং প্রক্টরকে আগামী ১ বছরের জন্য নিয়োগ দিয়েছেন উপাচার্য অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ।
এর আগে গত ২৯ সেপ্টেম্বর আইআইইআর-এর পরিচালক পদে নিয়োগ পান কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. ফারুকুজ্জামান খান। পরে ড. ফারকুজ্জামানের সাথে উপাচার্যের মৌখিক আলোচনার পরিপ্রেক্ষিতে তাকে পরিচালকের পদ হতে অব্যাহতি প্রদান করা হয়। একইসাথে তদস্থলে ড. ইকবালকে নিয়োগদান করা হয়েছে।
আইআইইআর’র নবনিযুক্ত পরিচালক অধ্যাপক ড. ইকবাল হোসাইন বলেন, আইআইইআর যে লক্ষ্য ও উদ্দেশ্য নিয়ে প্রতিষ্ঠিত লাভ করেছিল, বিগত স্বৈরাচার সরকার তাকে লক্ষ্যচ্যুত করেছে। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ আমাকে যে দায়িত্ব দিয়েছে, প্রতিষ্ঠার লক্ষ্যকে সামনে রেখে আমি সে দায়িত্ব পালন করে যাবো। পাশাপাশি ইসলামিক গবেষণাকে এই ইনস্টিটিউটে আধুনিকায়ন করা হবে। যেখানে যুগোপযোগী আন্তর্জাতিক সভা, সেমিনারের আয়োজন করে শিক্ষার্থীদের গবেষণামুখী করা হবে।
নবনিযুক্ত প্রক্টর অধ্যাপক ড. শাহীনুজ্জামান বলেন, আমাকে এ পদে নিয়োগ দেয়ায় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানাই। আমি আমার সাধ্যমতো শিক্ষার্থীদের নিরাপত্তার স্বার্থে কাজ করবো।
বিবার্তা/জায়িম/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]