
“আশ্বিনের শারদপ্রাতে, বেজে উঠেছে আলোক মঞ্জীর; ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা; প্রকৃতির অন্তরাকাশে জাগরিত জ্যোতির্ময়ী জগন্মাতার আগমন বার্তা।”
প্রতিবছর বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের কণ্ঠে বাঙালি সনাতনীদের আবেগমাখা শ্রী শ্রী চণ্ডীপাঠের মধ্য দিয়ে দেবীপক্ষের সূচনা যেন এক চিরাচরিত নিয়ম হয়ে দাড়িয়েছে।
আজ ভোর থেকেই ডাক-ঢোল, করতাল, মৃদঙ্গের তালে তালে চণ্ডীপাঠ, প্রার্থনা, গান, ধুনুচি নাচ ইত্যাদির মাধ্যমে দশভুজা দেবী মহামায়া দুর্গার বন্দনা করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) সনাতনী শিক্ষার্থীরা।
আজ বুধবার (২ অক্টোবর) সকাল সাড়ে ছয়টার দিকে বিশ্ববিদ্যালয়ের মুক্তমঞ্চে এ আয়োজন করেন তারা।
আয়োজনের শুরুতেই বীরেন্দ্র কৃষ্ণ ভদ্রের চণ্ডীপাঠ দিয়ে দেবীপক্ষের সূচনাকে রাঙানো হয়। পরবর্তীতে দেবী দূর্গার বন্দনায় রত হন সকলে। একে একে দেবীর প্রণাম মন্ত্র পাঠ, দেবীর মহিমা বর্ণনা, এবং শ্যামা সঙ্গীতের মাধ্যমে দেবী বন্দনা করেন৷ সবশেষে ডাকের তালে ধুনুচি নৃত্যের মাধ্যমে এ আয়োজন শেষ করেন তারা।
এই আয়োজন সম্পর্কে ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের শিক্ষার্থী অন্তু চন্দ বলেন, ‘আজ থেকে দেবী পক্ষের সূচনা। দেবী দূর্গার আগমনী ডাকে সাড়া দিয়ে আমরা কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের সনাতনী শিক্ষার্থীরা আজকে মহালয়ার এ শুভ সকালে ছোট্ট পরিসরে ধর্মীয় আচার পালনের আয়োজন করেছি। সকল অশুভ শক্তির বিনাশ হোক এবং শুভ শক্তির উত্থান হোক এটাই মায়ের কাছে আমাদের প্রার্থনা।’
প্রসঙ্গত, আগামী ৯ অক্টোবর ষষ্ঠীপূজার মাধ্যমে শারদীয় দুর্গাপূজার শুরু হলেও মূলত আজ থেকেই এ পূজার লগ্ন শুরু হবে। এরপর আগামী ১৩ অক্টোবর বিজয়া দশমীর মাধ্যমে এ বছরের শারদীয় দুর্গোৎসবের সমাপ্তি ঘটবে।
বিবার্তা/প্রসেনজিত/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]