বেরোবি সিন্ডিকেট সভায় সেশনজট নিরসনের সিদ্ধান্ত
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ২০:০০
বেরোবি সিন্ডিকেট সভায় সেশনজট নিরসনের সিদ্ধান্ত
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে সেশনজট নিরসনে সিন্ডকেট সভা অনুষ্ঠিত হয়েছে।


মঙ্গলবার (১ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সিন্ডিকেট রুমে অনুষ্ঠিত একাডেমিক কাউন্সিলের ৪৮তম বিশেষ সভায় উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলীর সভাপতিত্বে সেশনজট নিরসনের সিদ্ধান্ত গ্রহণ করা হয়।


বিগত জুন থেকে আগস্ট পর্যন্ত তিন মাসের সৃষ্ট সেশনজট কমানোর লক্ষ্যে বিভাগগুলো স্ব স্ব উদ্যোগ গ্রহণ করবে। এজন্য পরবর্তী দুই সেমিস্টার সময়ের মধ্যে সেশনজট শূণ্যের কোঠায় নিয়ে আসার লক্ষ্যে বর্তমানে প্রচলিত পরীক্ষা পদ্ধতির ভিত্তিতে বিভাগসমূহ প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করবে।


এছাড়াও, শহীদ আবু সাঈদ হত্যাকাণ্ডে গঠিত তদন্ত কমিটি প্রতিবেদন জমা না দেওয়া পর্যন্ত কাউকে দোষী হিসেবে চিহ্নিতকরণ কিংবা আইন নিজের হাতে তুলে না নেয়ার জন্য সভায় গুরুত্বারোপ করা হয়।


একাডেমিক কাউন্সিল সভায় বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধানসহ শিক্ষকবৃন্দ উপস্থিত ছিলেন।


বিবার্তা/সোলাইমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com