চবির আমানত হলে দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার
প্রকাশ : ০১ অক্টোবর ২০২৪, ১৭:৪৩
চবির আমানত হলে দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার
চবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের (চবি) শাহ আমানত হলে তল্লাশি অভিযান পরিচালনা করে দেশীয় অস্ত্রসহ মাদকদ্রব্য উদ্ধার করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি।


১ অক্টোবর, মঙ্গলবার চবির সহকারী প্রক্টর জনাব মো. নুরুল হামিদের নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়।


এ অভিযানে ১৬টি রামদা, ৭টি হেলমেট, অসংখ্য রড-স্টাম্প এবং বেশকিছু মদের বোতলসহ গাঁজা ও ইয়াবা সেবনের যন্ত্র ও যন্ত্রাংশ উদ্ধার করা হয়।


অভিযানের বিষয়ে চবি প্রক্টর অধ্যাপক ড. তানভীর মোহাম্মদ হায়দার আরিফ বলেন, গতকালের মত আজকেও আমরা হলে তল্লাশি অভিযান পরিচালনা করেছি। এ সময়ে ধারালো দেশীয় অস্ত্র, হেলমেট, মদের বোতল এবং রোড-স্টাম্প উদ্ধার করা হয়। আমরা আগামীকালও বাকি হলগুলোতে তল্লাশি করবো।


বিবার্তা/মহসিন/জেএইচ

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com