
ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর শেখ রাসেল হলের নতুন প্রভোস্ট হিসেবে দায়িত্ব পেয়েছেন দাওয়াহ এন্ড ইসলামিক স্টাডিজ বিভাগের অধ্যাপক ড. আব্দুল কাদের।
সোমবার (৩০ সেপ্টেম্বর) রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়েছে।
ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ আগামী ১ বছরের জন্য তাঁকে নিয়োগ দিয়েছেন।
অধ্যাপক ড. আব্দুল কাদের বলেন, আমাকে হল প্রভোস্ট হিসেবে দায়িত্ব দেওয়ায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে আমি আন্তরিক কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি আমার দায়িত্ব যথাযথভাবে পালন করবো। হলের খাবারের মান, শিক্ষার পরিবেশ ও পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতি দৃষ্টি রাখবো।
বিবার্তা/জায়িম/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]