বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে বেরোবি উপাচার্যের আহ্বান
প্রকাশ : ৩০ সেপ্টেম্বর ২০২৪, ১৯:৩৬
বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ধারায় এগিয়ে নিতে বেরোবি উপাচার্যের আহ্বান
বেরোবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়কে ইতিবাচক ধারায় সামনের দিকে এগিয়ে নিতে চাইলে শিক্ষার্থীদের নেতিবাচক প্রচার বন্ধ করা প্রয়োজন বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. শওকাত আলী।


সোমবার (৩০ সেপ্টেম্বর) বিশ্ববিদ্যালয়ের ক্যাফেটেরিয়ায় ‘শিক্ষাঙ্গনে ইতিবাচক সম্পর্ক ও আমাদের ক্যাম্পাস ভাবনা’ শীর্ষক সেমিনারে প্রধান অতিথির বক্তৃতায় শিক্ষার্থীসহ সকলের প্রতি এই আহবান জানান।


উপাচার্য কোন ধরনের সমস্যা কিংবা পরামর্শ থাকলে তা সামাজিক মাধ্যমে তুলে না ধরে, সঠিক জায়গায় উপস্থাপন করার আহবান জানান। তিনি জানান, শিক্ষার্থীদের প্রায় তিন মাসের সেশনজট নিরসনে উদ্যোগ নেওয়া হচ্ছে। এছাড়া বিভাগগুলির শিক্ষক সংকট, ক্লাসরুম সংকট, প্রয়োজনীয় ল্যাব ও সেমিনার সংকট দূর করা হবে।


তিনি আরো বলেন, সুন্দর ও নিরাপদ পরিবেশে শিক্ষা কার্যক্রম পরিচালনার জন্য ক্যাম্পাসকে পরিচ্ছন্ন রাখতে হবে। এই বিশ্ববিদ্যালয়কে পরিস্কার পরিচ্ছন্ন গ্রিন ক্যাম্পাস হিসেবে গড়ে তুলতে সকলের সহযোগিতা প্রয়োজন।


ইন্সটিটিউশনাল কোয়ালিটি অ্যাসিউরেন্স সেল (আইকিউএসি) পরিচালক প্রফেসর ড. মো. তাজুল ইসলামের সভাপতিত্বে সেমিনার ছাত্র পরামর্শ ও নির্দেশনা দপ্তরের পরিচালক ড. মো. ইলিয়াছ প্রামানিক, জীব ও ভূ-বিজ্ঞান অনুষদের ডিন ড. মো. ইমদাদুল হক ও বিজনেস স্টাডিজ অনুষদের ডিন প্রফেসর মো. ফেরদৌস রহমান বক্তব্য রাখেন। আইকিউএসি অতিরিক্ত পরিচালক ড. মো. আব্দুল লতিফ সেমিনারটি সঞ্চালনা করেন।


বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন অনুষদের সঙ্গে আলোচনার ধারাবাহিকতায় জীব ও ভূ-বিজ্ঞান এবং বিজনেস স্টাডিজ অনুষদের শিক্ষার্থীরা এতে অংশগ্রহণ করেন।


বিবার্তা/সোলাইমান/এসবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com