
ইসলামী শিক্ষার সাথে আধুনিক শিক্ষার সমন্বয় সাধনের লক্ষ্যে প্রতিষ্ঠিত হয় ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি)। তবে এই যাত্রায় বিশ্ববিদ্যালয় লক্ষ্যচূত হয়েছে দাবি করে মূল লক্ষ্যে এগিয়ে যাওয়ার দাবি জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা।
সোমবার (৩০ সেপ্টেম্বর) বেলা ১২ টায় নবনিযুক্ত ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ’র সাথে মতবিনিময়কালে এ দাবি জানান তারা। বিশ্ববিদ্যালয়ের বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান মিলনায়তনে এ মতবিনিময়ের আয়োজন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
এসময় শিক্ষার্থীদের পক্ষ থেকে প্রায় অর্ধশত দাবি উপস্থাপন করা হয়। দাবিগুলোর মধ্যে উল্লেখযোগ্য হলো, বিশ্ববিদ্যালয়ে লেজুড়বৃত্তিক রাজনীতি নিষিদ্ধ করা, শিক্ষাকার্যক্রমে লার্নিং ম্যানেজমেন্ট সিস্টেম (এলএমএস) পদ্ধতি চালু করা, শিক্ষক নিয়োগে মেধা ও যোগ্যতাকে গুরুত্ব দেয়া, শিক্ষার্থীদের মাধ্যমে শিক্ষকদের মূল্যায়নের সুযোগ থাকা ও সপ্তাহে ৭ দিন বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় লাইব্রেরি খোলা রাখা।
মতবিনিময় সভায় উপাচার্যের সাথে বিভিন্ন ডিন ও বিভাগের সভাপতিরা উপস্থিত ছিলেন।
এসময় ভিসি অধ্যাপক ড. নকীব মোহাম্মদ নসরুল্লাহ বলেন, ‘ইসলামী বিশ্ববিদ্যালয় যদিও অন্যান্য বিশ্ববিদ্যালয়ের মতো একটি পাবলিক বিশ্ববিদ্যালয়, তবে এই বিশ্ববিদ্যালয়ের মূলমন্ত্র হলো ইসলামী শিক্ষা ও জাগতিক শিক্ষার মাঝে সমন্বয় করা। এ দুটির একটিকে বাদ দিলেও সুন্দর সমাজ গঠনে কাঙ্খিত লক্ষ্যপূরণ হবে না। তাই এই বিশ্ববিদ্যালয়ের সেই হারানো ঐতিহ্য ফিরিয়ে আনার চেষ্টা করবো।’
বিবার্তা/জায়িম/এসব
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]