
রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি)-এ তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে মানববন্ধন হয়েছে।
সোমবার (৩০ সেপ্টম্বর) বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিকেল সাড়ে ৩টায় মানববন্ধনে অংশগ্রহণ করে শিক্ষার্থীরা।
মানববন্ধনে আসা শিক্ষার্থীরা বলেন, দেশের অন্যান্য স্থানে বন্যার সময় ত্রাণ নিয়ে যায় কিন্তু উত্তরবঙ্গে বন্যা হলে খোঁজখবর নেয় না। যারা উত্তরবঙ্গের বন্যা দেখেও অন্ধ হয়ে থাকে তাদের চোখে আঙ্গুল দিয়ে দেখিয়ে দেওয়ার জন্য, যারা বন্যার্তদের আর্তনাদ শুনেও বয়রা হয়ে থাকে তাদের শোনানোর জন্য এ মানববন্ধন।
তারা আরো বলেন, উত্তরবঙ্গ বরাবর-ই বৈষম্যের শিকার। কিন্তু তারা ভুলে যায় যখনই দেশের প্রয়োজন উত্তরবঙ্গ এগিয়ে এসেছে তা সেটা ৫২ হোক বা ২৪। সরকারের কাছে ৮/১০ হাজার কোটি টাকা কিছু না কিন্তু এই টাকায় তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে অসংখ্য মানুষ বাড়িহারা হবে না, শিক্ষা থেকে বঞ্চিত হবে না। তাই তিস্তা মহাপরিকল্পনা বাস্তবায়নে সরকারের প্রতি অনুরোধ করছি আর আমাদের দাবি পূরণ না হলে কঠোর থেকে কঠোর কর্মসূচিতে যাবো।
বিবার্তা/সোলাইমান/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]