সম্প্রতি ঢাকা বিশ্ববিদ্যালয় ও জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী কর্তৃক দুজনকে পিটিয়ে হত্যাসহ সারাদেশের বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের প্রতিবাদে ইসলামী বিশ্ববিদ্যালয়ে (ইবি) বিক্ষোভ মিছিল করেছেন সাধারণ শিক্ষার্থীরা।
১৯ সেপ্টেম্বর, বৃহস্পতিবার রাত সোয়া ৯টায় বিশ্ববিদ্যালয়ের জিয়া মোড় থেকে এ মিছিল বের করেন শিক্ষার্থীরা।
মিছিলটি ক্যাম্পাসের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে ডায়না চত্বরে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়। এসময় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সহসমন্বয়করা উপস্থিত ছিলেন।
সমাবেশে শিক্ষার্থীরা বলেন, ঢাবিতে তোফাজ্জল নামের এক ভারসাম্যহীন যুবককে পিটিয়ে হত্যার করার পূর্বে তাকে ঠান্ডা মাথায় খাওয়ানো হয়। এই ঘটনা যারা ঘটিয়েছে তারা মধ্যযুগীয় নৃশংসতাকেও হার মানিয়েছে। আমরা এই ঘটনায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাচ্ছি। এই ঘটনায় জড়িতরা যদি সমন্বয়ক হয় এমনকি প্রধান উপদেষ্টাও হয় তবুও তাদেরকে দ্রুত সময়ের মধ্যে শাস্তির আওতায় আনতে হবে।
শিক্ষার্থীরা আরও বলেন, মব জাস্টিসের নামে যারা দেশের বিভিন্ন জায়গায় হত্যাকাণ্ড ঘটাচ্ছেন এবং দেশকে নৈরাজ্যকর পরিস্থিতির দিকে নিয়ে যাচ্ছেন তাদের বিরুদ্ধে ছাত্রজনতা আবারও রুখে দাঁড়াবে। আমরা অন্তবর্তীকালীন সরকারের নিকট এইসব ঘটনা থামানোর দৃঢ় আহ্বান জানাচ্ছি।
বিবার্তা/জায়িম/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]