ইসলামী বিশ্ববিদ্যালয় (ইবি) এর খালেদা জিয়া হলে ফের অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এবার আগুনের সূত্রপাত গ্যাস সিলিন্ডার থেকে।
বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) ভোর সাড়ে পাঁচটার দিকে হলের ডাইনিংয়ে এ ঘটনা ঘটে। আগুন লাগার প্রায় আধা ঘণ্টা পর হলের এক আবাসিক ছাত্রী গ্যাস লাইন বন্ধ করে এবং ভেজা বস্তা দিয়ে আগুন নিভান।
এর আগে এ বছরের জুলাইয়ের প্রথম সপ্তাহে শর্ট সার্কিট থেকে হলে আগুন লাগলে লাইন মেরামত ও অগ্নিনির্বাপক যন্ত্র বসানোর ব্যবস্থা করা হবে বলে জানিয়েছিলেন হলের সদ্য সাবেক প্রভোস্ট অধ্যাপক ড. ইয়াসমিন আরা সাথী।
হলের আবাসিক ছাত্রী ও প্রত্যক্ষদর্শীরা জানান, হলটির ডাইনিংয়ে গ্যাসের চুলায় গতকাল বুধবার (১৮ সেপ্টেম্বর) নতুন সিলিন্ডার লাগানো হয়। পরে আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর) সকালে ছবিরা খাতুন নামের রান্নাকর্মী গ্যাসের চুলা জ্বালাতে গেলে গ্যাস সিলিন্ডারের পাইপের মুখ থেকে আগুন লাগার ঘটনা ঘটে। এক ছাত্রী ঘটনাস্থলে গিয়ে গ্যাসের সিলিন্ডারের লাইন বন্ধ করে দিলে আগুন নিভে যায়। সকাল সাতটার দিকে কুষ্টিয়া সদর উপজেলার ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছালে তারা আগুন লাগার কারণ বিশ্লেষণ করেন।
এ বিষয়ে কুষ্টিয়া সদর উপজেলা ফায়ার সার্ভিসের লিডার রফিকুল ইসলাম বলেন, আগুন লাগার ঘটনাটি গ্যাস সিলিন্ডার থেকে ঘটেছে। সিলিন্ডারের পাইপে লুজ কানেকশন ছিল, ফলে সিলিন্ডার অন করতেই আগুনের ঘটনা ঘটে। আমরা সবকিছু চেক করেছি আপাতত বিপদমুক্ত। ঘটনায় হল ম্যানেজারের গাফিলতির রয়েছে বলে বোঝা যায়।
হলের আবাসিক ছাত্রীরা বলেন, সকালে ফজর নামাজের পর হঠাৎ ডাইনিংয়ে আগুন দেখি। তখন হলের সব ছাত্রীদের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ে। আমাদের দাবি হলে গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধ করতে হবে। অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করতে হবে এবং এর ব্যবহারবিধি সম্পর্কে সকলকে সচেতন করতে হবে এবং ক্যাম্পাসের নিকটে ফায়ার সার্ভিস স্টেশন নির্মাণ করতে হবে।
হলের ডাইনিং ম্যানেজারের দায়িত্বে থাকা নারগিস খাতুন বলেন, হলে বৈদ্যুতিক সমস্যার কারণে হিটার চালানো আপাতত বন্ধ রাখা হয়েছে। আমাদের দুই জায়গায় রান্নার জন্য একটি চুলায় সম্ভব হচ্ছে না। ফলে বেশ কিছুদিন যাবত গ্যাস সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে।
এ বিষয়ে হলের আবাসিক শিক্ষক ড. এরশাদুল হক বলেন, আমাকে কল দেওয়ার পরপরই ফায়ার সার্ভিসকে জানিয়েছি। ছাত্রীদের দাবির বিষয়ে তিনি বলেন, হলে গ্যাস সিলিন্ডার ব্যবহার বন্ধ করা হয়েছে এবং জরুরি ভিত্তিতে শনিবারের মধ্যেই অগ্নিনির্বাপক যন্ত্র স্থাপন করা হ
বিবার্তা/জায়িম/রোমেল/এসবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]