দেশের চলমান ইস্যুতে অনির্দিষ্টকালের জন্য বন্ধ থাকা চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অনলাইনে ক্লাস নেয়ার সিদ্ধান্ত নিয়েছে ডিনস কমিটি। তবে চাইলে শতভাগ উপস্থিতি ও নিরাপত্তা নিশ্চিত করে যে কোনো বিভাগ অফলাইনে অসম্পূর্ণ পরীক্ষা নিতে পারবে।
১০ সেপ্টেম্বর, মঙ্গলবার ডিনস কমিটির সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়।
ব্যবসায় প্রশাসন অনুষদের ডিন অধ্যাপক মুহাম্মদ হেলাল উদ্দিন নিজামীর সভাপতিত্বে হওয়া এ সিদ্ধান্তের ব্যাপারে জানান সমাজবিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক সিরাজ উদ দৌল্লাহ।
তিনি বলেন, বিশ্ববিদ্যালয়ের ক্লাস আপাতত অনলাইনে হবে। অতিদ্রুত বিশ্ববিদ্যালয়ে ভিসি নিয়োগ হবে। ভিসি নিয়োগের পরে অফলাইনে ক্লাস হবে। যেহেতু প্রক্টরিয়াল বডি এবং হল প্রভোস্ট নেই তাই অনলাইনে ক্লাস হবে।
প্রসঙ্গত, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি ও সাম্প্রতিক বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে বন্ধ ছিল ক্লাস ও পরীক্ষাসমূহ।
বিবার্তা/মহসিন/জেনি/এমজে
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]