সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ
প্রকাশ : ০৪ সেপ্টেম্বর ২০২৪, ১৮:২১
সাত কলেজের বিষয় ও কলেজ পছন্দের দ্বিতীয় ধাপের ফল প্রকাশ
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) অধিভুক্ত সরকারি সাত কলেজের ২০২৩-২৪ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামের ভর্তি পরীক্ষায় উত্তীর্ণ ভর্তিচ্ছুদের দ্বিতীয় ধাপে কলেজ ও বিষয় পছন্দক্রমের ফলাফল প্রকাশ করা হয়েছে।


বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে সংশ্লিষ্ট ওয়েবসাইটে এ রেজাল্ট প্রকাশ করা হয়।


নোটিশে বলা হয়, আগামী ৮ সেপ্টেম্বর তারিখের মধ্যে দ্বিতীয় ধাপে মনোনীত ভর্তিচ্ছু শিক্ষার্থীদের আগাম টাকা পরিশোধ করতে নির্দেশ দেয়া হয়। আগাম টাকা পরিশোধের ক্ষেত্রে গার্হস্থ্য বিজ্ঞান ইউনিটের জন্য ৫০ টাকা এবং অন্যান্য ইউনিটের জন্য ৩০০০ টাকা পরিশোধ করতে বলা হয়।


আরও বলা হয়, যারা প্রথম ধাপের বরাদ্দের পর আগাম টাকা জমা দিয়েছে তারা যদি কেউ দ্বিতীয় বরাদ্দে প্রাপ্ত বিষয়টিতেই পড়তে চায় অর্থাৎ অটো মাইগ্রে শান বন্ধ করতে চায় তাহলে ৫০ টাকা অনলাইনে প্রদান করে তা বন্ধ করতে হবে। অটো মাইগ্রেশন বন্ধ করা হলে তা পুনরায় চালু করা যাবে না।


সাত কলেজের কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের আসনসংখ্যা ৯ হাজার ৯৮১টি। বাণিজ্য ইউনিটের আসন সংখ্যা চার হাজার ৮৯২টি। বিজ্ঞান ইউনিট মোট আসন ছয় হাজার ৫৫০ এবং কোটায় ৫২৪টি। একজন আবেদনকারী এবার সর্বোচ্চ ৮০টি বিষয় চয়েজ দিতে পেরেছেন।
বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com