শিক্ষা ক্যাডারের ৭৪ কর্মকর্তাকে পদায়ন
প্রকাশ : ২৫ আগস্ট ২০২৪, ১২:২০
শিক্ষা ক্যাডারের ৭৪ কর্মকর্তাকে পদায়ন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

২৮ হতে ৪২তম বিসিএস শিক্ষা ক্যাডারের ৭৪ জন কর্মকর্তাকে বিভিন্ন সরকারি কলেজে নিয়োগ ও পদায়ন দেয়া হয়েছে।


শনিবার (২৪ আগস্ট) তাদের নিয়োগ ও পদায়ন দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগ।


সরকারি কর্ম কমিশনের সুপারিশের পরিপ্রেক্ষিতে গত ১৪ ও ২০ আগস্ট তাদের নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে জনপ্রশাসন মন্ত্রণালয়।


জানা গেছে, ২৮তম বিসিএস থেকে একজন, ৩১তম বিসিএস থেকে দুইজন, ৩৩তম বিসিএস থেকে ৬জন, ৩৪তম বিসিএস থেকে ৪জন, ৩৫তম বিসিএস থেকে ১৫জন, ৩৬তম বিসিএস থেকে ২৩জন, ৩৭তম বিসিএস থেকে ১০জন, ৩৮তম বিসিএস থেকে ৯ জন, ৪০তম বিসিএস থেকে ৪জন প্রার্থী প্রভাষক পদে নিয়োগ পেয়েছেন।


জানা গেছে, বাংলাদেশ সরকারি কর্ম কমিশন সচিবালয়ের সুপারিশের আলোকে এসব প্রার্থীকে নিয়োগ দেয়া হয়েছে। প্রার্থীরা জাতীয় বেতন স্কেল ২০১৫ অনুসারে ২২০০০-৫৩০৬০ টাকা বেতনক্রমে নিয়োগ পেয়েছেন। তাদের নিয়োগের কিছু শর্ত দেয়া হয়েছে।


জানা গেছে, সাফল্যে সঙ্গে প্রশিক্ষণ শেষ করে, বিভাগীয় পরীক্ষা উত্তীর্ণ হয়ে ও শিক্ষানবিসকাল সন্তোষজনকভাবে অতিক্রান্ত করার পর এসব প্রার্থীর চাকরি স্থায়ী হবে। আর পদায়নকৃত কর্মস্থলে তাদের দুই বছর কর্মরত থাকতে হবে।


পদায়ন করা ৭৪ প্রার্থীর প্রজ্ঞাপন দেখতে এখানে ক্লিক করুন


বিবার্তা/জবা

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com