শিরোনাম
ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭
প্রকাশ : ২১ অক্টোবর ২০১৬, ১২:৩৫
ঢাবির ভর্তি পরীক্ষায় জালিয়াতি, আটক ৭
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা বিশ্ববিদ্যালয়ে (ঢাবি) বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষায় প্রশ্নপত্র জালিয়াতির অভিযোগে ৭ জনকে আটক করেছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন।


আটক ৭ জনের মধ্যে ইডেন কলেজ কেন্দ্র থেকে ২ জন, আইবিএ ভবন থেকে ১ জনকে আটক করা হয়েছে। আটকদের মধ্যে তিনজনের নাম জানা যায় বিশ্ববিদ্যালয় প্রশাসন সূত্রে। তারা হল- ইমরান খান শোভন, আল ইমরান ও নওরীন জাহান।


ব্লুট্রুথের মাধ্যমে প্রশ্নের উত্তর নেয়ার সময় আল ইমরানকে আটক করেছে আইবিএ ভবন থেকে। আটককৃতদের বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অফিসে নেয়া হয়েছে।


শুক্রবার সকাল ১০টায় ঢাবি বিজ্ঞান অনুষদভুক্ত ‘ক’ ইউনিটের ভর্তি পরীক্ষা শুরু হয়। চলে বেলা সাড়ে ১১টা পর্যন্ত। এবার ‘ক’ ইউনিটের ১,৭৪৫টি আসনের বিপরীতে ৯০ হাজার ৪২৭ ভর্তিচ্ছু পরীক্ষায় অংশ নেয়। বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ৫৮টি ও ক্যাম্পাসের বাইরে ২৯টিসহ মোট ৮৭টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়।


সুষ্ঠুভাবে পরীক্ষা সম্পন্নের জন্য পরীক্ষার হলে মোবাইল ফোন বা টেলিযোগাযোগ করা যায় এরূপ সব ধরনের ইলেক্ট্রনিক্স ডিভাইস নিষিদ্ধ করা হয়। ভর্তি পরীক্ষায় জালিয়াতি সংশ্লিষ্টদের তাৎক্ষণিক শাস্তির ব্যবস্থা করতে পরীক্ষা চলাকালে মোবাইল কোর্ট দায়িত্ব পালন করে।


বিবার্তা/লাভলু/প্লাবন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com