শিরোনাম
মধ্যরাতে ঢাবি উপাচার্যের ভবন ঘেরাও
প্রকাশ : ২৯ মার্চ ২০১৭, ০১:৫৩
মধ্যরাতে ঢাবি উপাচার্যের ভবন ঘেরাও
ঢাবি প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

তিন দফা দাবিতে মধ্যরাতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের বাসভবন ঘেরাও করেছে ঢাকা বিশ্ববিদ্যালয়ের কুয়েত-মৈত্রী হলের ছাত্রীরা।


মঙ্গলবার দিবাগত রাত ১২টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে উপাচার্যের বাসভবন ঘেরাও করেন ছাত্রীরা। এ সময় তারা অগ্নিসংযোগ করেন প্লাকার্ড ও ব্যানারে।


হলের হাউজ টিউটরের অপসারণ, হলের ছাদে যাওয়ার গেইট খুলে দেয়া ও রুমে ছিলিং ফ্যান লাগানোর অনুমতির দাবিতে শতাধিক ছাত্রী এ আন্দোলন করেন।



ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিকীর কাছে হাউজ টিউটরকে অপসারণের দাবিতে লিখিত অভিযোগ করেন। উপাচার্যের আশ্বাসের পরিপ্রেক্ষিতে আন্দোলন বন্ধ করেন তারা।


আন্দোলনরত শিক্ষার্থী শাহরিন ইরা জানান, হাউজ টিউটর তাদের সাথে খুবই বাজে ব্যবহার করে। অকথ্য ভাষায় গালি দেয়। ঘটনাস্থলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ হোসেন উপস্থিত হয়ে ছাত্রীদের হলে ফিরিয়ে নিয়ে যান।


বিবার্তা/লাভলু/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com